For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ৬ জেলায় বাড়ল করোনা সক্রিয়, ১৭ জেলায় ১০-এর নীচে সংক্রমণে স্বস্তি বাংলায়

বাংলার ফের ৬ জেলায় করোনা সক্রিয় বাড়ল রবিবার। তবে ১০-এর নীচে সংক্রমণ হয়েছে ১৭ জেলায়। তবে করোনা পরিসংখ্যানে বাংলায় ২৩ জেলাতেও স্বস্তির ছবিই ধরা পড়েছে।

  • |
Google Oneindia Bengali News

বাংলার ফের ৬ জেলায় করোনা সক্রিয় বাড়ল রবিবার। তবে ১০-এর নীচে সংক্রমণ হয়েছে ১৭ জেলায়। তবে করোনা পরিসংখ্যানে বাংলায় ২৩ জেলাতেও স্বস্তির ছবিই ধরা পড়েছে। কারণ কোনও জেলাতেই ৫০-এর উপরে সংক্রমণ নেই। দুই জেলায় সক্রিয় ৩০০-র আশেপাশে। আর দুই জেলায় ১০০-র উপরে। বাকি ১৯ জেলায় করোনা সক্রিয়ের সংখ্যা ১০০-র নীচে।

ফের ৬ জেলায় বাড়ল করোনা সক্রিয়, ১৭ জেলায় ১০-এর নীচে সংক্রমণ

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ৩৯। সক্রিয়ের সংখ্যা ৩০০-র ঠিক উপরেই। কলকাতায় এদিন সক্রিয়ের সংখ্যা ১ বেড়ে হয়েছে ৩৩১। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন হয়েছে ২৯৭। বেড়েছে ১১ জন। হাওড়ার করোনা সক্রিয় ১৪ জন বেড়ে ৯৯ হয়েছে। হুগলির করোনা সক্রিয় ৬ জন বেড়ে ৮৮ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ১৩১ হয়েছে। কমেছে ৯ জন। আর নদিয়ার করোনা সক্রিয়ের সংখ্যা ১০৮ জন। বাকি সব জেলায় ১০০-র নীচে সক্রিয়ের সংখ্যা। এছাড়া বেড়েছে শুধুমাত্র মালদহ ও পূর্ব বর্ধমানে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
রবিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২১৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৯ জন। উত্তর ২৪ পরগনায় ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার সংক্রমণ এদিন বাংলার ২৩ জেলার মধ্যে শীর্ষে। এদিনের দৈনিক সংক্রমণ ১৭ জেলায় ১০-এর নীচে। সবথেকে কম সংক্রমণ মাত্র ১ জন উত্তর দিনাজপুর, ঝাড়গ্রাম ও কালিম্পং জেলায়।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৭০৩৩। এদিন কলকাতায় ৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৬৫২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৪১০৫০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৩১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০২৯৭৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৩ জন। মৃত্যু হয়েছে মোট ৫৩৩৮ জনের। এদিন মৃত্যু হয়নি ১ জনেরও। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৭৩৪২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৯৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৭২৮০ জন। হাওড়ায় আক্রান্ত ১২৫০২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৩ জন। হুগলিতে ১৫ জন বেড়ে আক্রান্ত ১০৭৯৪৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৫ জন, কোচবিহারে ২ জন, দার্জিলিংয়ে ৯ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ৩ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ৫ জন, মালদহে ৮ জন, মুর্শিদাবাদে ৪ জন, নদিয়ায় ১১ জন, বীরভূমে ৬ জন, পুরুলিয়ায় ২ জন, বাঁকুড়ায় ৫ জন, ঝাড়গ্রামে ১ জন, পশ্চিম মেদিনীপুরে ৪ জন, পূর্ব মেদিনীপুরে ৩ জন, পূর্ব বর্ধমানে ১২ জন, পশ্চিম বর্ধমানে ৬ জন আক্রান্ত হয়েছেন এদিন।

কোন জেলায় কত সক্রিয়
আলিপুরদুয়ারে ৬২ জন, কোচবিহারে ৪১ জন, দার্জিলিংয়ে ৮৭ জন, কালিম্পংয়ে ১৬ জন, জলপাইগুড়িতে ৭১ জন, উত্তর দিনাজপুরে ৩০ জন, দক্ষিণ দিনাজপুরে ৫০ জন, মালদহে ৬২ জন, মুর্শিদাবাদে ৪৪ জন, নদিয়ায় ১০৮ জন, বীরভূমে ৮৪ জন, পুরুলিয়ায় ২৩ জন, বাঁকুড়ায় ৬৫ জন, ঝাড়গ্রামে ১৫ জন, পশ্চিম মেদিনীপুরে ৬২ জন, পূর্ব মেদিনীপুরে ৪০ জন, পূর্ব বর্ধমানে ৮০ জন, পশ্চিম বর্ধমানে ৫৮ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।

English summary
Statistics of Coronavirus of 23 districts in West Bengal on February 26. Daily cases of 17 districts are below 10.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X