For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতাকে পেরিয়ে গেল উত্তর ২৪ পরগনা, ১৭ জেলায় সংক্রমণ ২৫-এর নীচে! একনজরে পরিসংখ্যান

কলকাতাকে পেরিয়ে গেল উত্তর ২৪ পরগনা

  • |
Google Oneindia Bengali News

করোনার দৈনিক সংক্রমণে কলকাতাকে টপকে শীর্ষে উঠে এল উত্তর ২৪ পরগনা। তবে রবিবার রাজ্যের ২৩টি জেলাতেই সংক্রমণ ১০০-র নীচে! বাংলার ২৩ জেলার মধ্যে ১৭টি জেলায় করোনার দৈনিক সংক্রমণ নেমে এসেছে ২৫-এর নীচে। করোনা সক্রিয়ের সংখ্যা কলকাতায় এখনও দু-হাজারের বেশি। উত্তর ২৪ পরগনার সক্রিয়ের সংখ্যা নেমেছে ২০০০-এর নীচে।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ৬২-তে নেমে গিয়েছে। সক্রিয়ের সংখ্যা দু-হাজারের সামান্য উপরে। ১৬৫ জন কমে কলকাতার সক্রিয়ের সংখ্যা ২০২০ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১১৭ জন কমে হয়েছে ১৯০১। হাওড়ার করোনা সক্রিয় ৪৯১। হুগলির করোনা সক্রিয় ৫৬৪ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৭৫৮ হয়েছে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

রবিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫১২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬২ জন। উত্তর ২৪ পরগনায় ৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার সংক্রমণ এদিন বাংলার ২৩ জেলার মধ্যে শীর্ষে। এদিনের দৈনিক সংক্রমণ ১৭ জেলায় ২৫-এর নীচে। সবথেকে কম সংক্রমণ কালিম্পংয়ে মাত্র ৫ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৪৬৩৮৫। এদিন কলকাতায় ৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৬১৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৪৩৮৭৫০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২০২০ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২১৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪০২৩২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৩ জন। মৃত্যু হয়েছে মোট ৫২৯৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৯৫১২১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৯০১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৯৮ জন।

 দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে রয়েছে হাওড়াকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ২৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১২৭০১৪ জন। হাওড়ায় আক্রান্ত ১২৪৮৮২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮ জন। হুগলিতে ২০ জন বেড়ে আক্রান্ত ১০৭৭৬৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১৯ জন, কোচবিহারে ১৪ জন, দার্জিলিংয়ে ২১ জন, কালিম্পংয়ে ৫ জন, জলপাইগুড়িতে ৩৯ জন, উত্তর দিনাজপুরে ১৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১৬ জন, মালদহে ২০ জন, মুর্শিদাবাদে ১০ জন, নদিয়ায় ২৮ জন, বীরভূমে ৩৫ জন, পুরুলিয়ায় ৮ জন, বাঁকুড়ায় ১২ জন, ঝাড়গ্রামে ৬ জন, পশ্চিম মেদিনীপুরে ১৯ জন, পূর্ব মেদিনীপুরে ৭ জন, পূর্ব বর্ধমানে ১২ জন, পশ্চিম বর্ধমানে ১৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।

কোন জেলায় কত সক্রিয়

কোন জেলায় কত সক্রিয়

আলিপুরদুয়ারে ৩৮৯ জন, কোচবিহারে ৩৭৮ জন, দার্জিলিংয়ে ৬৬১ জন, কালিম্পংয়ে ১৩৯ জন, জলপাইগুড়িতে ৫৭৮ জন, উত্তর দিনাজপুরে ২৩১ জন, দক্ষিণ দিনাজপুরে ২৭৭ জন, মালদহে ৪৭৫ জন, মুর্শিদাবাদে ৩১২ জন, নদিয়ায় ৬৮৭ জন, বীরভূমে ৫৫৮ জন, পুরুলিয়ায় ১৯৫ জন, বাঁকুড়ায় ৪০৯ জন, ঝাড়গ্রামে ১৩৯ জন, পশ্চিম মেদিনীপুরে ৪১০ জন, পূর্ব মেদিনীপুরে ২২৭ জন, পূর্ব বর্ধমানে ৪১৯ জন, পশ্চিম বর্ধমানে ৪২৫ জন সক্রিয় রয়েছে শহরতলির বাইরের ১৮ জেলায়।

English summary
Statistics of Coronavirus of 23 districts in West Bengal on February 13
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X