For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চারদিনে চার সিপি! বিধাননগরের কমিশনারের ধারাবাহিক বদলি নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত

পর পর চারদিন বিধাননগর কমিশনার পদে বদলি করল রাজ্য প্রশাসন। রাজ্যে নির্বাচনী আচরণ বিধি লঘু হওয়ার পর এই বদলিকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক দানা বেঁধেছে।

Google Oneindia Bengali News

পর পর চারদিন বিধাননগর কমিশনার পদে বদলি করল রাজ্য প্রশাসন। রাজ্যে নির্বাচনী আচরণ বিধি লঘু হওয়ার পর এই বদলিকে ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক দানা বেঁধেছে। কেন পর পর চারদিন বিধাননগরের কমিশনার বদল করা হল, তা নিয়েই প্রশ্ন উঠে পড়েছে। বুধবার ভরতলাল মিনার পরিবর্তে লক্ষ্মীনারায়ণ মিনাকে কমিশনার করা হয়।

চারদিনে চার সিপি! বিধাননগরের কমিশনারের ধারাবাহিক বদলি

লোকসভা ভোটের মধ্যেই বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিংকে অপসারিত করে নির্বাচন কমিশন। তারপর নির্বাচনী বিধি উঠতেই তাঁকে ফের ফিরিয়ে আনা হয় স্বপদে। কিন্তু একদিন কাটতে না কাটতেই তাঁর স্থলাভিষিক্ত করা হয় নিশাদ পারভেজকে।

এরপর মঙ্গলবার রাজ্য প্রশাসনে ব্যাপক রদবদল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন ফের বিধাননগর পুলিশ কমিশনার পদে নিশাদ পারভেজকে সরিয়ে আনা হয় ভরললাল মিনাকে। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মীনারায়ণ মিনাকে। ভরতলাল মিনাকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি কমিশনারেট ডিআইজি পদে। রাজ্য প্রশাসনের তরফে অবশ্য এই বদলির জন্য কোনও যুক্তি দেওয়া হয়নি। রাজনৈতিক মহলে বরং চর্চা শুরু হয়েছে এই বদলি নিয়ে।

English summary
States takes unprecedented decision to continuous transfer of the Bidhanagar CP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X