For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলিপুরদুয়ারের ‘সিঙ্ঘমে’র ‘ছুটি’ পাকা! নির্বাচন কমিশনে চিঠি লিখল ‘কড়া’ রাজ্য

আলিপুরদুয়ারের জেলাশাসকের থানায় ঢুকে ‘দাদাগিরি’র পর কড়া হচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ১০ দিনের ছুটিতে পাঠানো হয়েছে জেলাশাসক নিখিল নির্মলকে।

  • |
Google Oneindia Bengali News

আলিপুরদুয়ারের জেলাশাসকের থানায় ঢুকে 'দাদাগিরি'র পর কড়া হচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ১০ দিনের ছুটিতে পাঠানো হয়েছে জেলাশাসক নিখিল নির্মলকে। তাঁকে আলিপুরদুয়ারের দায়িত্ব থেকেই সরিয়ে দিতে এবার তৎপর হল রাজ্য। সেই কারণেই রাজ্য সরকার চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের অনুমোদন মিললেই ব্যবস্থা নেওয়া হবে।

আলিপুরদুয়ারের ‘সিঙ্ঘমে’র‘ছুটি’পাকা! নির্বাচন কমিশনে চিঠি

বর্তমানে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। সেই কারণে জেলাশাসক এখন নির্বাচন কমিশনের অধীনে। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন। অনুমোদন মিললে আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভাঞ্জন দাস।

এদিকে জেলাশাসক নিখিল নির্মল ও তাঁর স্ত্রী নন্দিনী কৃষ্ণাণের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে পুলিশ। জেলাশাসকের বিরুদ্ধে স্বত্ত্বঃপ্রণোদিত মামলা রুজু করেছেন ফালাকাটা থানার আইসি। প্রসঙ্গত উল্লেখ্য, ফেসবুকে স্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর পোস্ট করার অপরাধে রবিবার ফালাকাটা থানায় ডেকে যুবককে বেঝড়ক পেটান জেলাশাসক নিখিল নির্মল।

যুবক অপরাধ করেছে, তার অপরাধ ক্ষমার অযোগ্য। তারপরই আইনের রক্ষক হয়ে আইন হাতে তুলে নেওয়ার জন্যও সমালোচিত হন জেলাশাসক। জেলাশাসকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি লেখেন বিধায়ক অশোক ভট্টাচার্য। এরই মধ্যে তাঁকে ১০ দিনের ছুটিতে পাঠানো হয়।

রাজ্য তাঁর বিরুদ্ধে প্রশাসনিক স্তরে তদন্তও শুরু করেছে। সেই তদন্ত রিপোর্ট দেখেই স্থির হবে বিভাগীয় তদন্ত হবে কি না। উল্লেখ্য, নিখিল নির্মলের নাম দেশের সেরা ১০ আমলার মধ্যে ছিল। দীর্ঘদিন তিনি প্রশাসনিক পদে রয়েছেন। উলুবেড়িয়া মহকুমা শাসক থেকে আলিপুরদুয়ার অতিরিক্ত জেলাশাসক, জেলাশাসক ছিলেন। তারপরও নিজের পদের মর্যাদার কথা না ভেবে নিজেকে 'সিঙ্ঘমে'র ভূমিকায় তুলে ধরতে গিয়েই বিপদ ডেকে আনলেন দেশের অন্যতম সেরা এই আমলা।

English summary
State writes letter to give leave to district magistrate of Alipurduar. He faces in controversy to play 'Singham' role.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X