For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রমিকদের পকেটমানি পাঠানো হবে, ভিন্নরাজ্যে আটকে পড়াদের উদ্দেশে বার্তা মানবিক মুখ্যমন্ত্রীর

শ্রমিকদের পকেটমানি পাঠানো হবে, ভিন্নরাজ্যে আটকে পড়াদের উদ্দেশে বার্তা মানবিক মুখ্যমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

২৪ মার্চ ঘোষণা করা হয়েছে, পরের দিন থেকেই লকডাউন। ফলে দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। রাজনৈতিক দল, নেতা ছাড়াও বিভিন্ন সংগঠনের তরফ থেকে এই সব শ্রমিকদের জন্য রেশনের বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু এই সব শ্রমিকদের হাতে নগদের অভাব তৈরি হয়েছে। সেইসব শ্রমিকদের হাতে পকেটমানি পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন মমতার

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ফোন মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে জানিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। মঙ্গলবার বিকেলে বান্দ্রায় বাড়ি ফিরতে চেয়ে বিশাল জমায়েত হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। সেই জমায়েতে বিহার, উত্তর প্রদেশের পাশাপাশি বাংলার পরিযায়ী শ্রমিকরাও ছিলেন। সবার সঙ্গে সহযোগিতা করে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শ্রমিকদের আবেদন

সোশ্যাল মিডিয়ায় শ্রমিকদের আবেদন

এর আগে সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের আটকে পড়া ৮৭ জন শ্রমিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন করেছিলেন। সেই ভিডিও পৌঁছয় তৃণমূল নেতৃত্বের কাছে। এরপরেই তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানান, ওইসব শ্রমিকের জন্য আশ্রয় ও খাবারের বন্দোবস্ত করা হয়েছে।

বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর

বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী এদিন জানান, খাড়েতে আটকে পড়া বেশ কয়েকজন শ্রমিকের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেই সব শ্রমিকরা রেশন পাওয়ার কথা জানিয়েছে। কিন্তু তাঁদের কাছে টাকার অভাব দেখা দিয়েছে।। মুখ্যমন্ত্রী বলেন, এখান থেকে টাকা পাঠানো কঠিন। ওখানকার কোনও সংযোগের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে তিনি আরও অন্য শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। শুধু শ্রমিকরাই নন, চিকিৎসা করাতে যাওয়া, কিংবা বেড়াতে যাওয়া অনেকেই আটকা পড়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 শ্রমিকদের পকেট মানি পাঠানো হবে

শ্রমিকদের পকেট মানি পাঠানো হবে

মুখ্যমন্ত্রী বলেছেন, আটকে পড়া শ্রমিকদের জন্য পকেটমানি পাঠানো হবে। তিনি বলেন আমাদের সরকার গরিবের সরকার। যতটুকু সম্ভব হবে, সাহায্য করা হবে।

 ১৮ মুখ্যমন্ত্রীর কাছে চিঠি

১৮ মুখ্যমন্ত্রীর কাছে চিঠি

দিন কয়েক আগে ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের দেখভালের জন্য চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
State will send pocket money to migrant labours stranded in other state, says CM Mamata Banerjee. Previously She wrote letter to 18 CMs for those migrant labours.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X