For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল সরকার থাকলে সারা জীবন ফ্রিতে রেশন, শিক্ষা, চিকিৎসা! ২০২১-এর লক্ষ্যে বার্তা দিলেন মমতা

তৃণমূল সরকার থাকলে সারা জীবন ফ্রিতে রেশন, শিক্ষা, চিকিৎসা! ২০২১-এর লক্ষ্যে বার্তা দিলেন মমতা

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল সরকার থাকলে সারা জীবন ফ্রিতে রেশন, শিক্ষা, চিকিৎসা পাবেন রাজ্যের মানুষ। ২১ জুলাইয়ের ভার্চুয়াল সভার শুরুতেই এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত করোনা পরিস্থিতির কারণে রাজ্য সরকার আগামী জুন মাস পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছে।

 রাজ্যের মানুষের জন্য বিনামূল্যে রেশন ২০২১-এর জুন পর্যন্ত

রাজ্যের মানুষের জন্য বিনামূল্যে রেশন ২০২১-এর জুন পর্যন্ত

কেন্দ্রের মতো রাজ্য সরকারও ইতিমধ্যেই ৩ মাস বিনামূল্যে রেশন দিয়েছে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তা নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করতেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন রাজ্যে ফ্রিতে রেশন দেওয়া হবে আগামী জুন মাস পর্যন্ত।

তৃণমূল সরকার থাকলে সারা জীবন ফ্রিতে রেশন, শিক্ষা, চিকিৎসা

তৃণমূল সরকার থাকলে সারা জীবন ফ্রিতে রেশন, শিক্ষা, চিকিৎসা

এদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী জানিয়ে দেন, তৃণমূল সরকার থাকলে সারা জীবন ফ্রিতে রেশন, শিক্ষা, চিকিৎসার বন্দোবস্ত করা হবে রাজ্যে। উল্লেখ করে তিনি বলেন এই সরকার রাজ্যের ১০ লক্ষ মানুষকে ফ্রিতে রেশন দিচ্ছে।

আগামী বছরের সভার জন্য এখন থেকেই প্রস্তুতি

আগামী বছরের সভার জন্য এখন থেকেই প্রস্তুতি

মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত ২০২১-এর নির্বাচনে তৃণমূল রাজ্যে ক্ষমতায় ফিরবে। যে কারণে তিনি বলেন, আগামী বছর সর্ববৃহৎ সভা হবে। তার প্রস্তুতি এখন থেকেই চলবে। বস্তুত তিনি এদিন কালীঘাট থেকে ২০২১-এর জন্য বার্তা দিয়ে রাখলেন।

সারা দেশে ভয়ের পরিবেশ

সারা দেশে ভয়ের পরিবেশ

মমতা বলেন, আজ দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে, অনেকে ভয়ে কথা বলতে পারছে না দেশে। দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত থেকে শুরু করে সারা দেশে তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী একথা বলে, কার্যত নিজের রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক থাকার কথাই বলতে চেয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলার সরকারকে ভাঙার চক্রান্ত

বাংলার সরকারকে ভাঙার চক্রান্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন বাংলার সরকারকে ভাঙার চক্রান্ত তলছে। তিনি বলেন কেন্দ্র যেভাবে বাংলাকে অসম্নান করছে তার বদলা তারা নেবেন।

বহিরাগতরা বাংলা চালাবে না! একুশের সমাবেশ থেকে ২০২১-এ বঙ্গ বিজয়ের বার্তা মমতারবহিরাগতরা বাংলা চালাবে না! একুশের সমাবেশ থেকে ২০২১-এ বঙ্গ বিজয়ের বার্তা মমতার

English summary
State people will get free ration, education, treatment if TMC is in power, says Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X