For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবান্ন সূত্রে বেতন কমিশন নিয়ে আশার খবর! স্বস্তিতে কর্মী সংগঠনগুলি

বেতন কমিশন নিয়ে আশার খবর নবান্ন সূত্রে। জানা গিয়েছে সুপারিশ তৈরি। তা এমাসেই জমা পড়তে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

বেতন কমিশন নিয়ে আশার খবর নবান্ন সূত্রে। জানা গিয়েছে সুপারিশ তৈরি। তা এমাসেই জমা পড়তে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, বেতন কাঠামো সংস্কারের ক্ষেত্রে কেন্দ্রীয় হারকেই অনুসরণ করতে চলেছে রাজ্য বেতন কমিশন। তবে বকেয়া কবে থেকে পাওয়া যাবে, বা আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে অনেকের মনেই সংশয় তৈরি হয়েছে।

নবান্ন সূত্রে বেতন কমিশন নিয়ে আশার খবর! স্বস্তিতে কর্মী সংগঠনগুলি

রাজ্যে বেতন কমিশন গঠিত হয়েছিল ২০১৫-র সেপ্টেম্বরে। তারপর থেকে পৌনে চারবছর ধরে বেতন কমিশনের মেয়াদ বেড়েই চলেছে। তবে এবার আর এই মেয়াদ বাড়বে না।

এই মেয়ার বাড়ানো নিয়ে রাজ্য সরকার এবং অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বাধীন বেতন কমিশনের বিরুদ্ধে রাজ্যের প্রায় সবকটি কর্মী সংগঠনই। সেই তালিকায় রয়েছে সরকারপন্থী কর্মী সংগঠনও। কর্মী সংগঠনগুলির দাবি যবে থেকে বেতন কমিশন গঠিত হয়েছে তবে থেকে বেতন সংস্কারের হিসেব ধরা হোক। আদৌ এই দাবি কতটা মিটবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে সাধারণ কর্মীদের মধ্যেই। তবে এমাসেই যে বেতন কমিশনের সুপারিশ জমা পড়তে চলেছে, সেই খবরে খুশি সাধারণ কর্মীরা।

সূত্রের খবর অনুযায়ী, বেতন কাঠানো সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার কিংবা অন্য রাজ্য সরকারগুলি যে পদ্ধতি অনুসরণ করে থাকে, সেই পথই অনুসরণ করছে এই বেতন কমিশন।

[আরও পড়ুন: জল সংরক্ষণ নিয়ে পদযাত্রা মুখ্যমন্ত্রীর! দিলেন অভিনব উপদেশ][আরও পড়ুন: জল সংরক্ষণ নিয়ে পদযাত্রা মুখ্যমন্ত্রীর! দিলেন অভিনব উপদেশ]

[আরও পড়ুন: 'বিপদ' বাড়ছে অভিষেকের! আদালতে হাজিরার নির্দেশ ][আরও পড়ুন: 'বিপদ' বাড়ছে অভিষেকের! আদালতে হাজিরার নির্দেশ ]

English summary
State pay commission may recomend increase of pay scale at the central rate. But there are questionsabout their arrears.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X