For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে বিত্তশালীদের জন্য 'আলাদা' কোয়ারেন্টাইনের ব্যবস্থা, উপায় বের করল স্বাস্থ্য দফতর

লন্ডন ফেরত আমলা পুত্রের মতো শহর তথা রাজ্যের অনেক বিত্তশালীই তাঁদের বিলেত ফেরতের কথা গোপন করে যেতে চাইছেন। কেননা সরকারি কোয়েরেন্টাইন পছন্দ নয় তাঁদের।

  • |
Google Oneindia Bengali News

লন্ডন ফেরত আমলা পুত্রের মতো শহর তথা রাজ্যের অনেক বিত্তশালীই তাঁদের বিলেত ফেরতের কথা গোপন করে যেতে চাইছেন। কেননা সরকারি কোয়েরেন্টাইন পছন্দ নয় তাঁদের। এবার সমাজেই এই অংশের মানুষগুলির জন্য নতুন ব্যবস্থা স্বাস্থ্য দফতরের। নিজেদের খরচে তাঁরা হোটেলেও থাকতে পারবেন। এর জন্য গাইডলাইন দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

৩১ টি হোটেলের তালিকা প্রকাশ

৩১ টি হোটেলের তালিকা প্রকাশ

রাজ্যের স্বাস্থ্য দফতর ৩১ টি হোটেলের তালিকা প্রকাস করেছে। সেই তালিকায় বড় হোটেল যেমন রয়েছে, ঠিক তেমনই ছোট হোটেলও রয়েছে। নানা খরচের হোটেল রাখা হয়েছে এই তালিকায়।

খরচ বেঁধে দিয়েছে রাজ্য সরকার

খরচ বেঁধে দিয়েছে রাজ্য সরকার

সূত্রের খবর অনুযায়ী, হোটেলগুলির সঙ্গে কথা বলে খরতও বেঁধে দিয়েছে রাজ্য সরকার। তিন তারা হোটেল কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির কাছ থেকে সর্বোচ্চ দিনে ৭ হাজার টাকা নিতে পারবে। অন্যদিকে ছোট হোটেলে খরচ পড়তে পারে দিনে ২,২০০ টাকা ।

হোটেলের জন্য নির্দেশিকা

হোটেলের জন্য নির্দেশিকা

হোটেল কর্তৃপক্ষকেও এই কোয়ারেন্টাইনের জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে। যেমন একটি ঘরে একজনই থাকবেন। ওই ঘরে কাউকে যেতে দেওয়া যাবে না। প্রতিদিন ঘরে রাসায়নিক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। ঘরে থাকা ব্যক্তির বিছানার চাদর এবং অন্য জিনিস আলাদা করে কাচতে হবে। ১৪ দিনের আগে সেই ব্যক্তি হোটেল থেকে বেরোতে পারবেন না। ক্লোজসার্কিট ক্যামেরায় ওই ব্যক্তির ওপর নজরদারি করতে হবে।

আমলাপুত্রের কায়দা থেকে শিক্ষা

আমলাপুত্রের কায়দা থেকে শিক্ষা

দক্ষিণ কলকাতায় বিলেত ফেরত আমলা পুত্রই হোন কিংবা ব্যবসায়ীর পুত্র, প্রথমে বিলেত ফেরতের কথা গোপন করে গিয়েছিলেন বলে অভিযোগ। সরকারি কোয়ারেন্টাইন ব্যবস্থার ওপর ভরসা রাখতে চাননি তাঁরা। সমাজের এইসব অংশের মানুষদের দিকে তাকিয়েই এই নতুন ব্যবস্থা।

English summary
State Health Dept announces pay and use Hotel quarantine facility on coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X