For Daily Alerts
বাংলার সুগন্ধী চাল বিকোবে চার বিদেশি শহরেও

পশ্চিমবঙ্গের দুই বিখ্যাত চাল হল গোবিন্দভোগ ও তুলাইপাঞ্জি। দিল্লির শিল্পমেলায় এই চাল বিকিয়েছিল দেদার। তা দেখে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, দিল্লির বঙ্গভবনে আউটলেট খুলে চাল বিক্রি করা হবে। প্রথমে কিছুটা দ্বিধায় আউটলেটটি খোলা হয়। কিন্তু ক্রমশ তা জনপ্রিয়তা অর্জন করে। গোবিন্দভোগ, তুলাইপাঞ্জির মতো আরও কয়েক ধরনের সুগন্ধী চাল পাওয়া যায় সেখানে।
এই মডেল থেকে প্রেরণা নিয়ে বিদেশেও বিপণি খোলা হচ্ছে। ওই চারটি শহরে যে বিপুল সংখ্যক বাঙালি থাকেন, মূলত তাঁদের সম্ভাব্য ক্রেতা ধরে এগোচ্ছে রাজ্য সরকার।