For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ২২ জেলায় ২২ টি ডেডিকেটেড করোনা হাসপাতাল, সিদ্ধান্ত রাজ্য সরকারের

এবার ২২ জেলায় ২২ টি ডেডিকেটেড করোনা হাসপাতাল, সিদ্ধান্ত রাজ্য সরকারের

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের করোনা ভাইরাস মোকাবিলায় এবার কলকাতাকে বাদ দিয়ে সবকটি জেলাতেই করোনা হাসপাতাল গড়ে তোলা হবে। জেলাগুলিতে যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলি আছে তাদের মধ্যে থেকে একটিকে বেছে নিয়ে নির্দিষ্ট করা হচ্ছে। এর আগে কলকাতায় কলকাতা মেডিক্যাল কলেজ ছাড়াও নিউটাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের শাখাকে করোনা ভাইরাস চিকিৎসার জন্য আলাদা করা হয়েছে।

প্রতিটি জেলায় আলাদা হাসপাতাল

প্রতিটি জেলায় আলাদা হাসপাতাল

রাজ্যের প্রতিটি জেলায় করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হাসপাতাল নির্দিষ্ট করা হচ্ছে। এব্যাপারে সব জেলা প্রশাসন এবং সিএমওএইচদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। এব্যাপারে কোন হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য নির্বাচিত করা উচিত তা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে স্বাস্থ্যভবনকে

পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে স্বাস্থ্যভবনকে

সরকারি সুপার স্পেশালিটি কোনও হাসপাতালকে করোনা হাসপাতাল করলে সেখানকার আসন সংখ্যা, কত জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর প্রয়োজন, সে সম্পর্কে রিপোর্ট জমা দিতে হবে স্বাস্থ্যভবনে।

আগাম সতর্কতা হিসেবে ব্যবস্থা

আগাম সতর্কতা হিসেবে ব্যবস্থা

সরকারি সূত্রে খবর কোনও প্যানিক নয়, আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কলকাতা ও নিউটাউনে ২ করোনা ভাইরাস হাসপাতালে

কলকাতা ও নিউটাউনে ২ করোনা ভাইরাস হাসপাতালে

কলকাতা মেডিক্যাল কলেজকে রাজ্য সরকার ইতিমধ্যেই করোনা স্পেশালিটি হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন করে অন্য রোগের রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার থেকে সেখানে পুরোপুরিভাবে করোনা ভাইরাসের জন্য কাজ শুরু হয়ে গিয়েছে। আপাতত ৩০০ বেড নিয়ে কাজ শুরু হচ্ছে। প্রয়োজনে তা বাড়িয়ে ৩ হাজার শয্যার করা হবে। মেডিক্যাল কলেজের ৫ নম্বর গেটের নাম রাখা হয়েছে করোনা গেট।

এছাড়াও নিউটাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট করোনার নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। আপাতত সেখানে ৫০০ শয্যা রাখা হয়েছে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের এই শাখাকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল আগে।

English summary
State Govt has decided to set up coronavirus specialist hospital in every district in West Bengal. Already there are two Corona specialist hospitals in Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X