For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার বাইরে রাজ্যের দুই মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা, চাপ কমবে নাইসেডে

নাইসেডের উপর চাপ কমাতে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল রাজ্য। এবার রাজ্যের দুই মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষা করা যাবে।

  • |
Google Oneindia Bengali News

নাইসেডের উপর চাপ কমাতে উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল রাজ্য। এবার রাজ্যের দুই মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষা করা যাবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবার থেকে করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে। উল্লেখ্য, করোনা ভাইরাসের পরীক্ষার জন্য চাপ বাড়ছিল নাইসেডের উপর।

কলকাতার বাইরে দুই মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা

দুই মেডিকেল কলেজের উপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণের কাজ শেষ হয়ে গিয়েছে। চলে এসেছে কিটও। শীঘ্রই পরিষেবা চালু করার কথা ভাবছে স্বাস্থ্য দফতর। নাইসেড থেকে নমুনা এনে পরীক্ষা করে দেখা হচ্ছে। এবং তা নাইসেডের রিপোর্টের সঙ্গে মিলচে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পক্ষে সুপার জানিয়েছেন, স্বাস্থ্য দফতর থেকে নির্দেশ আসার পরই তাঁরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে। প্রশিক্ষণ সেরে ফেলেছেন তাঁরা। মেডিকেল কলেজের কর্মীরা প্রস্তুত পরীক্ষার জন্য। মেদিনীপুর মেডিকেল কলেজের পক্ষ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য একটি্ করে মেডিকে্ল কলেজে পরীক্ষা ব্যবস্থা তৈরি হওয়ায় রোগীরা বিশেষ সুবিধা পাবে। এতদিন পরীক্ষার ব্যবস্থা ছিল শুধু কলকাতায়। নাইসেড আর এসএসকেএমে পরীক্ষা হচ্ছিল। এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরীক্ষা হওয়ায় সুবিধা পাবে দেশ।

English summary
State government decides to test in two medical college out of Kolkata. State takes this decision to reduce pressure of Naised.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X