For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু’মাসের মধ্যেই রাজ্য বিদ্যুৎ পর্ষদ মাশুল বৃদ্ধি করল, কমাল সিইএসসি

সিইএসসি যখন বিদ্যুতের মাশুল কমিয়ে দৃষ্টান্ত স্থাপন করছে, তখন রাজ্য বিদ্যুৎ পর্ষদ ফের বাড়াল বিদ্যুৎ মাশুল। আবারও প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বাড়ল ১১ পয়সা। ফলে বিদ্যুতের বর্ধিত দাম ৬ টাকা ৮৯ পয়সা।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৯ অক্টোবর : সিইএসসি যখন বিদ্যুতের মাশুল কমিয়ে দৃষ্টান্ত স্থাপন করছে রাজ্যে, তখন রাজ্য বিদ্যুৎ পর্ষদ ফের বাড়াল বিদ্যুৎ মাশুল। আবারও প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বাড়ল ১১ পয়সা। ফলে বিদ্যুতের বর্ধিত দাম হল ৬ টাকা ৮৯ পয়সা। দু'মাসের মধ্যে পুনরায় বিদ্যুতের মাশুলবৃদ্ধি হওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে সাধারণ গ্রাহকদের মধ্যে। যদিও তিনশো ইউনিটের নীচে বিদ্যুৎ খরচ হলে গ্রাহকদের ভর্তুকি দেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য।

এবছর আগস্টেই রাজ্য বিদ্যুৎ পর্ষদ এক দফায় বিদ্যুতের মাশুল বৃদ্ধি করে। রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়ে তেইশ পয়সা। ৬ টাকা ৫৫ পয়সা থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়ে দাঁড়ায় ৬ টাকা ৭৮ পয়সা। আবারও ১১ পয়সা দাম বাড়ানোয়, ইউনিট প্রতি গ্রাহকদের বিল গুণতে হবে ৬ টাকা ৮৯ পয়সা।

দু’মাসের মধ্যেই রাজ্য বিদ্যুৎ পর্ষদ মাশুল বৃদ্ধি করল, কমাল সিইএসসি


কয়লার দামবৃদ্ধি, পরিবহণের খরচ বাড়ার কারণেই এই মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পাওয়ার রেগুলেটরি কমিশনের এই যুক্তি অবশ্য মানতে নারাজ গ্রাহক সমিতিগুলি। গ্রাহক সমিতির সদস্যদের প্রশ্ন, তাহলে সিইএসসি বিদ্যুতের মাশুল কমালো কী করে? কেন সিইএসসি এলাকায় পুরোপুরি উল্টো ছবি?

বর্তমানে সিইএসসি এলাকার গ্রাহকরা ইউনিট প্রতি বিদ্যুতের দাম দেন ৭ টাকা ২০ পয়সা। রাজ্য বিদ্যুৎ পর্ষদের মাশুলবৃদ্ধির দিনেই ১৮ পয়সা দাম কমিয়ে দেখিয়ে দিল সিইএসসি। এই মাশুল হ্রাসের ফলে সিইএসসি এলাকায় গ্রাহকদের বিদ্যুৎ মাশুল দাঁড়াচ্ছে ৭ টাকা ২ পয়সা।

English summary
State Electricity Board increased Their cost within Two months, CESC reduces
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X