For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরভোট নিয়ে সোমবার সর্বদল বৈঠক কমিশনের! বিরোধীদের দাবির মধ্যেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা

রাজ্যের বকেয়া পুর নির্বাচন ( municipal election) নিয়ে সর্বদল বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। সোমবার দুপুর দুটোয় কমিশনের দফতরে এই বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকের পরেই রাজ্য নির্

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের বকেয়া পুর নির্বাচন ( municipal election) নিয়ে সর্বদল বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। সোমবার দুপুর দুটোয় কমিশনের দফতরে এই বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকের পরেই রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করে দিতে চলেছে। প্রসঙ্গত রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে (High Court) হলফনামা দিয়ে পুরসভাগুলি বকেয়া থাকা নির্বাচনের দিন ঘোষণাও করেছে।

সোমবার সর্বদল বৈঠকের ডাক

সোমবার সর্বদল বৈঠকের ডাক

সোমবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সেই বৈঠকেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলতে চলেছেন বিরোধীরা, এমনটাই খবর সূত্রের। এর আগে কলকাতা পুরসভার নির্বাচনের আগে হওয়া সর্বদল বৈঠকে বিরোধীরা একই দাবি তুলেছিলেন। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের দাবি তুলে বিজেপি সুপ্রিম কোর্ট পর্যন্তও গিয়েছিল।

বৈঠকে উঠে আসতে পারে একাধিক বিষয়

বৈঠকে উঠে আসতে পারে একাধিক বিষয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরভোট পরিচালনা নিয়ে কলকাতা পুলিশের পাশাপাশি নগরপাল সৌমেন মিত্রের প্রশংসা করেছিলেন। যদিও বাম-কংগ্রেস-সহ বিরোধীরা পুরভোটে কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের পরের দিন কমিশনের দফতরের কাছে বিক্ষোভও দেখায়। সোমবার সর্বদল বৈঠকে বিরোধীরা প্রার্থীর ওপরে হামলা কিংবা সিসি ক্যামেরার ওপরে কাগজ লাগানোর বিষয়গুলি তুলতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ইতিমধ্যেই এইসব বিষয় নিয়ে প্রশ্ন ওঠায়, কলকাতা হাইকোর্টের তরফে সব সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে।

সোমবারের জারি হতে পারে বিজ্ঞপ্তি

সোমবারের জারি হতে পারে বিজ্ঞপ্তি

সূত্রের খবর অনুযায়ী, সোমবারেই রাজ্য নির্বাচন কমিশন ২২ জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। সর্বদল বৈঠকের পরেই এব্যাপারে সাংবাদিক সম্মেলন করা হতে পারে। ২৭ ফেব্রুয়ারির ভোটের ক্ষেত্রে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। হাওড়া থেকে বালি পুরসভাকে বাদ দেওয়া সংক্রান্ত বিল বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয়ে গেলেও, রাজ্যপাল এখনও তাতে স্বাক্ষর না করায় ওই দুই জায়গায় ভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হাইকোর্টের নির্বাচন কমিশনের হলফনামা

হাইকোর্টের নির্বাচন কমিশনের হলফনামা

রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে, প্রথম পর্যায়ে ২২ জানুয়ারি রাজ্যে পুর কর্পোরেশনগুলির এবং দ্বিতীয় পর্যায়ে ২৭ ফেব্রুয়ারি পুরসভাগুলির নির্বাচন করাবে। সেক্ষেত্রে ২২ জানুয়ারি হাওড়া ছাড়াও চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি ও আসানসোলের নির্বাচন হবে। আর ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৯ টি পুরসভার নির্বাচন হবে। রাজ্য নির্বাচনের কমিশনের তরফে হলফনামায় উল্লেখ করা হয়েছে মার্চে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে জানিয়েছেন রাজ্য সরকারের ঘোষণার কথা, যেখানে রাজ্য সরকারের তরফে আগেই বলা হয়েছিল মে মাসের মধ্যেই রাজ্যের সব পুরসভার নির্বাচন করানো হবে।

বিজেপিতে ফের 'হোয়াটসঅ্যাপ বিদ্রোহ'! বাঁকুড়ার ৫ বিধায়কের গ্রুপ ছাড়া নিয়ে জল্পনাবিজেপিতে ফের 'হোয়াটসঅ্যাপ বিদ্রোহ'! বাঁকুড়ার ৫ বিধায়কের গ্রুপ ছাড়া নিয়ে জল্পনা

English summary
State Election Commission calls all party meeting on pending municipal elections of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X