For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশু হেনস্থা রুখতে চালু হল হেল্পলাইন, নতুন উদ্যোগ রাজ্য শিশু অধিকার কমিশনের

রাজ্যে একের পর এক স্কুলে তো বটেই সমাজের নানা ক্ষেত্র থেকে উঠে আসা শিশুদের নির্যাতেনর খবর নিয়ে উদ্বিগ্ন শিশু অধিকার রক্ষা কমিশন। আর তাই উদ্যোগ নিয়ে ব্যবস্থা নিতে চালু করা হল একটি বিশেষ হেল্পলাইন নম্বর।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে একের পর এক স্কুলে তো বটেই সমাজের নানা ক্ষেত্র থেকে উঠে আসা শিশুদের নির্যাতেনর খবর নিয়ে উদ্বিগ্ন শিশু অধিকার রক্ষা কমিশন। আর তাই উদ্যোগ নিয়ে ব্যবস্থা নিতে চালু করা হল একটি বিশেষ হেল্পলাইন নম্বর। এই নম্বরে ফোন করে শিশুদের যৌন হেনস্থা সহ সব ধরনের হেনস্থার অভিযোগ জানানো যাবে। নম্বরটি হল - ৯৮৩৬৩০০৩০০।

শিশু হেনস্থা রুখতে চালু হল হেল্পলাইন

জানা গিয়েছে ১০ সেপ্টেম্বর থেকে হেল্পলাইন নম্বরটি অ্যাক্টিভ রয়েছে। দিনের যেকোনও সময় অভিযোগ জানানো যাবে হোয়াটসঅ্যাপে। অর্থাৎ ২৪ ঘণ্টাই তা খোলা থাকবে। কমিশনের এই পদক্ষেপকে উল্লেখযোগ্য বলে স্বীকার করা হয়েছে।

[আরও পড়ুন:৩২৫টি ওষুধ নিষিদ্ধ! কোন সমস্যা সামনে, কী বলে সতর্ক করছেন কেমিস্টরা][আরও পড়ুন:৩২৫টি ওষুধ নিষিদ্ধ! কোন সমস্যা সামনে, কী বলে সতর্ক করছেন কেমিস্টরা]

কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, যেকোনও ধরনের শারীরিক ও মানসিক হেনস্থা শিশু ও নাবালকদের উপরে হলেই অভিযোগ জানানো যাবে। এছাড়া বাল্য বিবাহের মতো ঘটনাও হোয়াটসঅ্যাপে অভিযোগ হিসাবে জানানো যাবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত করে কমিশন ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দিয়েছে।

[আরও পড়ুন: শেয়ারবাজারে ফের পতন, অনেকটা নামল সেনসেক্স, পড়ল নিফটিও][আরও পড়ুন: শেয়ারবাজারে ফের পতন, অনেকটা নামল সেনসেক্স, পড়ল নিফটিও]

কয়েকমাস আগে জিডি বিড়লা, কারমেল সহ একাধিক প্রতিষ্ঠিত স্কুলে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই ঘটনায় হইচই পড়ে গিয়েছিল।

[আরও পড়ুন: গোয়ায় সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস, আচমকা ব্যাকফুটে বিজেপি][আরও পড়ুন: গোয়ায় সরকার গঠনের দাবি জানাল কংগ্রেস, আচমকা ব্যাকফুটে বিজেপি]

English summary
State Child Rights Commission launched child abuse helpline on WhatsApp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X