For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিতের 'হিন্দি' ক্ষতে প্রলেপ দিতে নিজেদের মতো করে 'মাতৃভাষা দিবস' উদযাপনের পরিকল্পনা বঙ্গ বিজেপির

অমিত শাহ হিন্দিকে রাষ্ট্রভাষা করার কথা সওয়াল করার পরেই অন্যরকম তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপির অন্দরে। আগে থেকেই ২০ সেপ্টেম্বর দাড়িভিট চলোর কর্মসূচি ছিল।

  • |
Google Oneindia Bengali News

অমিত শাহ হিন্দিকে রাষ্ট্রভাষা করার কথা সওয়াল করার পরেই অন্যরকম তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজ্য বিজেপির অন্দরে। আগে থেকেই ২০ সেপ্টেম্বর দাড়িভিট চলোর কর্মসূচি ছিল। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের ঘোষণার পরেই সেই কর্মসূচিকে সফল করতে জোরদার তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এর মাধ্যমে বিজেপি তাদের বাংলা প্রীতি প্রমাণ করতে চায়, কটাক্ষ করেছে বিরোধীরা। প্রসঙ্গত হিন্দি নিয়ে অমিত শাহের বক্তব্যের পরেই রাজ্যে বিজেপি বিরোধী সব দলের তরফ থেকেই সেই বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে।

অস্বস্তিতে বিজেপি

অস্বস্তিতে বিজেপি

শনিবারের ঘোষণায় অমিত শাহ হিন্দিকে রাষ্ট্রভাষা করতে চেয়েছেন। এরপর থেকেই খানিকটা যেন অস্বস্তিতে বিজেপি। কেননা বিজেপি বিরোধী সবকটি দল প্রচার শুরু করে দিয়েছে, বিজেপি হল বাঙালি বিদ্বেষি, বাঙালি বিরোধী। এর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে অসমের এনআরসির কথাও। সেখানে ১৯ লক্ষের নাম তালিকা থেকে বাদ পড়েছে যা অধিকাংশই বাঙালি।

 বিজেপির দাড়িভিট চলো কর্মসূচি

বিজেপির দাড়িভিট চলো কর্মসূচি

বাংলাভাষার শিক্ষকের দাবিতে হওয়া আন্দোলনে একবছর আগে দুই প্রাক্তন ছাত্রের মৃত্যু হয়েছিল গুলিতে। বিজেপির অভিযোগ ছিল পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছিল ওই দুজনের। যদিও প্রশাসনের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এবার তারই বর্ষপূর্তিতে কর্মসূচি নিয়েছে বিজেপির যুব মোর্চা। হিন্দি নিয়ে অমিত শাহের বক্তব্যের পরেই কর্মসূচির প্রচার অভিযানে যেন জোর বাড়িয়ে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবস উদযাপন

পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবস উদযাপন

দাড়িভিটের বর্ষপূর্তি উপলক্ষে গেরুয়া ছাত্র সংগঠন এবিভিপি পশ্চিমবঙ্গ মাতৃভাষা দিবস উদযাপন করতে চলেছে। রাজ্যের বিভিন্ন কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি উদযাপনের পাশাপাশি সন্ধেয় ভারতীয়
ভাষাপরিষদে গেরুয়া ঘনিষ্ঠ শিক্ষাবিদদের নিয়ে এক সভার আয়োজন করা হয়েছে।

 বিজেপির লক্ষ্য

বিজেপির লক্ষ্য

অসম কিংবা সাবেক পূর্ব পাকিস্তানে বাংলা ভাষা নিয়ে আন্দোলনে প্রাণ গিয়েছে অনেকের। যা স্থান পেয়েছে ইতিহাসের পাতায়। দাড়িভিটের ঘটনাকেও সেই পর্যায়ে নিয়ে যেতে চায় বিজেপি। যাতে তাদেরকে কেউ বাঙালি বিরোধী বলতে না পারে।

<strong>[ চাপে পড়ে ঢোক গিললেন শ্রমমন্ত্রী, কর্মদক্ষতার মন্তব্য নিয়ে সাফাই গাইলেন গঙ্গওয়ার]</strong>[ চাপে পড়ে ঢোক গিললেন শ্রমমন্ত্রী, কর্মদক্ষতার মন্তব্য নিয়ে সাফাই গাইলেন গঙ্গওয়ার]

[ অযোধ্যা জমি মামলার সম্প্রচারের আবেদনের শুনানি আজ][ অযোধ্যা জমি মামলার সম্প্রচারের আবেদনের শুনানি আজ]

English summary
State BJP wants to coating Amit Shah's Hindi comments with mother language day in West Bengal. Some days back Amit Shahtold there should be one language that is hindi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X