For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপনির্বাচনে বিজেপির ২ প্রার্থীর নাম চূড়ান্ত! অনুমোদনের জন্য পাঠানো হল দিল্লিতে

২৫ নভেম্বর পশ্চিমবঙ্গে বিধানসভার ৩ আসনে উপনির্বাচন হতে চলেছে। এই তিন আসনের মধ্যে দুই আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

  • |
Google Oneindia Bengali News

২৫ নভেম্বর পশ্চিমবঙ্গে বিধানসভার ৩ আসনে উপনির্বাচন হতে চলেছে। এই তিন আসনের মধ্যে দুই আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। নদিয়ার করিমপুর আসনের জন্য বাছা হয়েছে রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদারকে। অন্যদিকে খড়গপুর সদর আসনের জন্য বাছা হয়েছে স্থানীয় প্রেমচাঁদ ঝাকে। সূত্রের খবর অনুযায়ী কালিয়াগঞ্জ আসনে প্রার্থীর নাম এখনও ঠিক করতে পারেনি বিজেপি। দুই আসনে নামের চূড়ান্ত অনুমোদনের জন্য দিল্লি পাঠানো হয়েছে।

উপনির্বাচনে বিজেপির ২ প্রার্থীর নাম চূড়ান্ত! অনুমোদনের জন্য পাঠানো হল দিল্লিতে

দলের প্রার্থী ঠিক করতে শনিবার বৈঠকে বসেছিল রাজ্য বিজেপির নির্বাচনী কমিটি। সূত্রের খবর অনুযায়ী, সেখানে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জয়প্রকাশ মজুমদারকে করিমপুর থেকে প্রার্থী করার জন্য প্রস্তাব দেন। এই নাম সর্বসম্মতভাবে পাশ হয়েছে বলে জানা গিয়েছে। খড়গপুর সদর কেন্দ্রে প্রার্থী হিসেবে খড়গপুর শহর বিজেপির সভাপতি প্রেমচাঁদ ঝা-এর নাম প্রস্তাব করা হয়েছে।

এর আগে খড়গপুর সদর কেন্দ্রে ভারতী ঘোষের নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে নির্বাচনী কমিটির বৈঠকে সেই নাম নিয়ে আলোচনা হয়নি বলে সূত্রের খবর।

অন্যদিকে, মালদহের কালিয়াগঞ্জ আসনে এখনও প্রার্থী ঠিক করতে পারেনি বিজেপি। কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে কালিয়াগঞ্জ আসনটি শূন্য হয়েছে।

শপথ মনোহরলাল খাট্টারের! হরিয়ানায় বিজেপি-জোট সরকারের পথ চলা শুরুশপথ মনোহরলাল খাট্টারের! হরিয়ানায় বিজেপি-জোট সরকারের পথ চলা শুরু

English summary
State BJP sends two names to Delhi for byelections in West Bengal for clearance. They choose Joyprakash Mazumder and Premchand Jha's name
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X