For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে বেশ কিছু গরিব হিন্দু পরিবারকে ধর্মান্তরে চাপ! বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের

পশ্চিমবঙ্গে (west bengal) ধর্মান্তরের (conversion) জন্য চাপ দেওয়া হচ্ছে। এর পিছনে যুক্ত পুলিশ প্রশাসনের এক কর্তা। ফেসবুক (face book) পোস্টে এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপির (bjp) সভাপতি সুকান্ত মজুমদার (

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে (west bengal) ধর্মান্তরের (conversion) জন্য চাপ দেওয়া হচ্ছে। এর পিছনে যুক্ত পুলিশ প্রশাসনের এক কর্তা। ফেসবুক (face book) পোস্টে এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপির (bjp) সভাপতি সুকান্ত মজুমদার ( sukanta majumdar)। মালদহে (malda) কালিয়াচক (kaliachak) থানার আইসি এব্যাপারে যুক্ত বলে অভিযোগ করেছেন তিনি।

ধর্নায় মহিলারা

ফেসবুক পোস্টে সুকান্ত মজুমদার বলেছেন, পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার আইসি এলাকার কিছু গরিব হিন্দু পরিবারকে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন। এরই প্রতিবাদে ধর্ণায় বসেছেন উক্ত পরিবারের মহিলা এবং শিশুরা। তাঁদের আরও অভিযোগ পরিবারের পুরুষ সদস্যদের গ্রেফতার করে ধর্ম পরিবর্তনের চাপ দেওয়া হয়। এছাড়াও ওই এলাকায় আগে দুজন হিন্দুকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এই সংক্রান্ত বেশ কিছু ছবিও তিনি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন মহিলা রাস্তায় বসে, তাঁদের হাতে প্ল্যাকার্ড। সেখানে লেখা কালিয়াচক থানার আইসি তাদের মুসলিম ধর্ম গ্রহণ করতে বলছে। মুসলিম ধর্ম গ্রহণ করতে চাপ দিচ্ছে। কিন্তু তাঁরা ধর্ম পরিবর্তন করতে চান না।

সংবিধান দিয়েছে ধর্ম পালনের স্বাধীনতা

সংবিধান দিয়েছে ধর্ম পালনের স্বাধীনতা

তিনি আরও বলেছেন, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ সংবিধান অনুসারে চলে এবং সংবিধানের ২৫ নং অনুচ্ছেদ ভারতের প্রত্যেকটি নাগরিককে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের অর্থাৎ ক্ষমতায় বসে থাকা সরকারের। সেখানে একজন সরকারি পুলিশ অফিসার যিনি থানার ইন্সপেক্টর তিনি কিভাবে ধর্মান্তরিত হবার জন্য কোনও মানুষকে চাপ দিতে পারেন, প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার। বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ। বলেও মন্তব্য করেছেন তিনি।

 চাকরি নেই, নেই বাক স্বাধীনতা

চাকরি নেই, নেই বাক স্বাধীনতা

সুকান্ত মজুমদার বলেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে চাকরি নেই, শিল্প নেই, সুশাসন নেই, বাক্ স্বাধীনতা নেই। এছাড়াও বিভিন্ন সমস্যা আছে, তাই বলে সাধারণ মানুষের ধর্ম পালনের স্বাধীনতা টুকুও থাকবে না, প্রশ্ন করেছেন তিনি। এই ঘটনা চোখে আঙুল দিয়ে ভাবতে বাধ্য করছে তৃতীয়বারের ক্ষমতালাভের পর কিছু নিষিদ্ধ গোষ্ঠী ক্ষমতার অলিন্দে থেকে মুখোশের আড়ালে তাদের স্বার্থ কায়েম করতে চাইছে না তো?

হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি

হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি

বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছেন, সরকারকে পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। এই পরিবার গুলোর অভিযোগ প্রশাসনকে যথাযথ গুরুত্ব সহকারে দেখতে হবে এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ অফিসারকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে বলেও দাবি করেছেন তিনি। আর তা না না হলে আগামীদিনে বিজেপি পথে নেমে এর প্রতিবাদ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার।

ফের DYFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলা থেকে! মীনাক্ষী-সৃজনদের 'মেন্টর' হলেন হিমগ্নরাজফের DYFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলা থেকে! মীনাক্ষী-সৃজনদের 'মেন্টর' হলেন হিমগ্নরাজ

English summary
State BJP president Sukanta Majumdar claims poor hindu's are being pressured for conversion in WB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X