For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুকান্ত মজুমদারের প্রার্থনা মা দুর্গার কাছে! বাংলার বুক থেকে মুছে যাক হিংসা, বললেন বিজেপির রাজ্য সভাপতি

সুকান্ত মজুমদারের প্রার্থনা মা দুর্গার কাছে! বাংলার বুক থেকে মুছে যাক হিংসা, বললেন বিজেপির রাজ্য সভাপতি

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের মানুষকে শারদীয়ার শুভেচ্ছা। তারই সঙ্গে মা দুর্গার কাছে তাঁর প্রার্থনা, পশ্চিমবঙ্গে যেন শান্তিশৃঙ্খলা বজায় থাকে। রাজনৈতিক হিংসা যেন পশ্চিমবঙ্গের বুক থেকে মুছে যায়। ভিন্ন মত থেকে ভিন্ন দল, কারও ওপরেই যেন আক্রমণ না হয়। এদিন এমনটাই আবেদন করলেন রাজ্য বিজেপির (bjp) সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar)।

নিজের এলাকায় সুকান্ত মজুমদার

নিজের এলাকায় সুকান্ত মজুমদার

সাধারণভাবে পুজোর সময়টা পরিবারের সঙ্গে নিজের এলাকাতেই কাটান সুকান্ত মজুমদার। এবারও তার ব্যতিক্রম হয়নি। সপ্তমীতে তিনি কলকাতা থেকে বালুরঘাট চলে যান। দুর্গাপুজোর মধ্যে কলকাতায় গিয়ে ফের বালুরঘাটে ফেরত গিয়েছেন তিনি। পুজোর কয়েকটি দিন নিজের এলাকায় বিভিন্ন মণ্ডপে যাওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর যোগাযোগের জন্য সময় রেখেছেন তিনি। এলাকায় জনসংযোগের জন্য এভাবেই সময় আলাদা করেছেন তিনি।

সকালে স্ত্রী পুত্রের সঙ্গে অঞ্জলি

সকালে স্ত্রী পুত্রের সঙ্গে অঞ্জলি

এদিন সকালে পাড়ার ক্লাব মৈত্রী চক্রে অঞ্জলী দেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী ও পুত্র। অঞ্জলি দেওয়ার পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

 দুর্গা মায়ের কাছে প্রার্থনা

দুর্গা মায়ের কাছে প্রার্থনা

সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের মানুষকে শারদীয়ার শুভেচ্ছা। পাশাপাশি সকলের জন্য শুভকামনা করেন তিনি। বলেছেন, মায়ের কাছে তিনি প্রার্থনা করেছেন, পশ্চিমবঙ্গে যেন শান্তিশৃঙ্খলা বজায় থাকে। রাজ্যের বুক থেকে যেন রাজনৈতিক হিংসা মুছে যায়। ভিন্ন মত আর ভিন্ন দলের জন্য কাউকে যেন অন্য কারও হাতে আক্রান্ত হতে না হয়। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকবছর ধরে, তা যেন আস্তে আস্তে পেরিয়ে যাওয়া সম্ভব হয়।

'বুর্জ খলিফা'র লেসার শো বন্ধ প্রসঙ্গ

'বুর্জ খলিফা'র লেসার শো বন্ধ প্রসঙ্গ

শ্রীভূমি ক্লাবের ভুর্জ খলিফা দেখতে ভিড় আছড়ে পড়ছে প্রতিদিনি। যা দেখে চিকিৎসক মহল শঙ্কিত হয়ে উঠেছেন, করোণার পরবর্তী সংক্রমণ নিয়ে। অন্যদিকে এই বুর্জ খলিফার লেজার শোও ছিল বড় আকর্ষণ। লেজারের আলোর কারণে দমদম বিমানবন্দরে বিমান ওঠানামায় বাধা তৈরি হয়েছে। যা নিয়ে বিভিন্ন বিমান সংস্থার তরফে কলকাতার এটিসির কাছে অভিযোগ জানানো হয়েছিল। এরপর সেখান থেকে তা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আপত্তি জানানো হয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রকেও। রাজ্য প্রশাসনকে সেই কথআ জানানো পরে লেজার শো বন্ধ করে দেয় শ্রীভূমি ক্লাব কর্তৃপক্ষ। এনিয়ে এদিন প্রক্রিয়া জানাতে গিয়ে সুকাম্ত মজুমদার বলেছেন, তিনি কলকাতায় ওই এলাকার কাছাকাছিই থাকেন। ওই এলাকার পাশেই বিমানবন্দর। সবকিছুই নিয়ম মেনে করা উচিত বলেই মন্তব্য করেছেন তিনি। এই ধরনের মণ্ডপের ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত বলেই মন্তব্য করেন তিনি। যাতে কারও আনন্দ অপরের নিরানন্দ না হয়ে ওঠে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
As he spent Puja days with family and maintain public relation in his area State BJP president Sukanta Majumdar appeals to Goddes Durga on Astami prayer in Balurghat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X