For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমতা থাকলে আটকাক! অস্ত্র হাতে আর কী বললেন বিজেপি রাজ্য সভাপতি

রামকে নিয়েই তাঁরা রাজনীতি করবেন। কারও ক্ষমতা থাকলে আটকাক। নিজের নির্বাচনী কেন্দ্র খড়গপুরে রাম নবমীর মিছিলে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

রামকে নিয়েই তাঁরা রাজনীতি করবেন। কারও ক্ষমতা থাকলে আটকাক। নিজের নির্বাচনী কেন্দ্র খড়গপুরে রাম নবমীর মিছিলে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শুধু রামনবমীর সময়ই ওঠে, সারা বছর কেউ আর সেই কথা বলে না বলে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

ক্ষমতা থাকলে আটকাক! অস্ত্র হাতে আর কী বললেন বিজেপি রাজ্য সভাপতি

[আরও পড়ুন: রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা সল্টলেকে! হাওড়ায় অস্ত্র মিছিল বিজেপির][আরও পড়ুন: রামনবমীর মিছিল ঘিরে উত্তেজনা সল্টলেকে! হাওড়ায় অস্ত্র মিছিল বিজেপির]

গতবছরের মতো এবছরেই রামনবমীতে খড়গপুরে ব্যস্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফলে গোটা খড়গপুরেই সাজো সাজো রব। তরোয়াল হাতে তাঁর হুমকি, রামনবমীতে অস্ত্র মিছিল হবেই। কেউ বাধা দিতে গেলে লঙ্কা কাণ্ড বাধবে। এলাকার বিধায়ক হিসেবে আগেরবারের মতো এবারেও খড়গপুরের মানুষ তাঁর পাশে রয়েছেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'অস্ত্র হাতে রামচন্দ্র অসুর দমন করেছিলেন। তাই রাম চন্দ্রের পুজো তাঁর মতো করেই হবে।'

খড়গপুরে অলিতে গলিতে রামের পুজো। রবিবার ঘড়ির কাটা দুপুর বারোটা এক ছুঁতেই সেখানে সুরু হয় রামের পুজো। খড়গপুরের রামমন্দিরে পুজো শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যে রামনবমীর সব থেকে বড় উৎসব হয় খড়গপুরে। সেখানে ৭০ থেকে ৭৫ টি রামের আখড়া রয়েছে।

[আরও পড়ুন: রামনবমীর প্যাণ্ডেলে হামলা! বিজেপির অভিযোগ শাসকদলের দিকে][আরও পড়ুন: রামনবমীর প্যাণ্ডেলে হামলা! বিজেপির অভিযোগ শাসকদলের দিকে]

English summary
State BJP president Dilip Ghosh participates in the Ram Navami procession in Kharagpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X