For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব্যসাচীর গণেশ পুজোর উদ্বোধনে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ! মন্তব্যে বাড়ল জল্পনা

তৃণমূল বিধায়ক তথা সল্টলেকের তৃণমূল কাউন্সিলরের গণেশ পুজোর উদ্বোধনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সল্টলেকের সিএফ ব্লকে পুজোর উদ্বোধনকরেন দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা সল্টলেকের তৃণমূল কাউন্সিলরের গণেশ পুজোর উদ্বোধনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সল্টলেকের সিএফ ব্লকে পুজোর উদ্বোধন করেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন, বিজেপি নেতা মুকুল রায়, অরবিন্দ মেনন-সহ আরও অনেকে। এরপর সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মণ্ডপ তৈরি হয়েছে পদ্মফুলের আদলে

মণ্ডপ তৈরি হয়েছে পদ্মফুলের আদলে

প্রতিবছরেই গণেশ পুজো করে থাকেন সব্যসাচী দত্ত। তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। মেয়র পদ গিয়েছে। আর এবারের মণ্ডপ তৈরি হয়েছে পদ্মফুলের আদলে।

আমন্ত্রণ পেলে যেতে চান অন্য পুজোতেও

আমন্ত্রণ পেলে যেতে চান অন্য পুজোতেও

সব্যসাচী দত্তের পুজোর উদ্বোধনে তাঁর উপস্থিতি সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, আমন্ত্রণ পেলে তিনি সুব্রত মুখোপাধ্যায়, সুজিত বসুর পুজোতেও যাবেন। তবে এদিনের পরে, সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদান শুধুই সময়েই অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একটা অংশ।

মুকুল, দিলীপকে নিয়ে সাফাই সব্যসাচীর

মুকুল, দিলীপকে নিয়ে সাফাই সব্যসাচীর

এদিন পুজোর উদ্বোধনে মুকুল রায় এবং দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে সাফাই দিয়েছেন সব্যসাচী দত্ত। তিনি বলেছেন, বরাবর এই পুজোয় আসেন মুকুল রায়। মুকুল রায় তাদের ক্লাবের সদস্য
বলেও জানিয়েছেন সব্যসাচী। আর মুকুল রায় সল্টলেকের আবাসিক। অনেককেই কার্ড পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। যে কেউ তাঁর পুজোয় আসতে পারেন বলে জানিয়েছেন সব্যসাচী দত্ত।

সব্যসাচী দত্তের দলবদল নিয়ে জল্পনা

সব্যসাচী দত্তের দলবদল নিয়ে জল্পনা

আগেও সব্যসাচী দত্তের দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শেষবার হয়েছিল ১৪ অগাস্ট।। ওইদিন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই দিন সব্যসাচী দত্ত দিল্লিতে গিয়েছিলেন ব্যক্তিগত কাজে।

 সব্যসাচী দত্তকে ঘিরে বিতর্ক

সব্যসাচী দত্তকে ঘিরে বিতর্ক

লোকসভা ভোটের আগে ও পরে সব্যসাচী দত্তকে নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। সে বাড়িতে মুকুল রায় লুচি আলুরদম খাওয়ানোই হোক কিংবা সুইমিং অ্যাসোসিয়েশনে মুকুল রায়ের বৈঠক। জুলাই মাসে বিদ্যুৎভবনে বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে মন্ত্রী ও দফতরের বিরুদ্ধে নানা স্লোগান তোলেন তিনি। মেয়র পদ থেকে সরে যাওয়ার পর, জলাভূমি ভরাট এবং অবৈধ নির্মাণ নিয়ে তিনি সক্রিয় হয়েছিলেন বলেও দাবি করেছিলেন সব্যসাচী দত্ত। তবে তাঁর অভিযোগ, এব্যাপারে রাজ্য সরকারের থেকে কোনও সাহায্য পাননি তিনি।

<strong>[আরও পড়ুন: 'বাংলায় হিংসা দেখে কষ্ট হচ্ছে', অর্জুনকে হাসপাতালে দেখতে গিয়ে প্রতিক্রিয়া রাজ্যপালের]</strong>[আরও পড়ুন: 'বাংলায় হিংসা দেখে কষ্ট হচ্ছে', অর্জুনকে হাসপাতালে দেখতে গিয়ে প্রতিক্রিয়া রাজ্যপালের]

[আরও পড়ুন:ফের একবার যুদ্ধবিমানের ককপিটে অভিনন্দন বর্তমান][আরও পড়ুন:ফের একবার যুদ্ধবিমানের ককপিটে অভিনন্দন বর্তমান]

English summary
State BJP President Dilip Ghosh inaugurates Ganesh Puja of TMC's Sabyasachi Dutta.There is speculation that Sabyasachi Dutta will join BJP within some days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X