For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী হবে একুশের বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি! রণকৌশল নির্ধারণে আজ ম্যারাথন বৈঠক দিলীপের বাড়িতে

কী হবে একুশের বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি! রণকৌশল নির্ধারণে আজ ম্যারাথন বৈঠক দিলীপের বাড়িতে

Google Oneindia Bengali News

দিল্লি থেকে ফিরে এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি হননি দিলীপ ঘোষ নিজের বাড়িতে একুশের ভোটের রণকৌশল নির্ধারণে বৈঠক ডেকেছেন। পাখির চোখ এখন একটাই একুশের ভোট। সেদিকে তাক করেই বাণ হাতে রাখতে চাইছে বিজেপি। দিল্লির নেতৃত্বের বার্তা পাওয়ার পরেই কোমড় বেঁধে নেমে পড়লেন দিলীপ।

বাংলা দখলই লক্ষ্য

বাংলা দখলই লক্ষ্য

এবার লক্ষ্য কেবল বাংলা দখল। আর সেই লক্ষ্যেই ঝাঁপিয়ে পড়তে হবে সর্বস্তরের বিজেপি নেতাদের। কেন্দ্রীয় নেতৃত্বের বার্তার পরেই বঙ্গ বিজেপিতেও তোরজোর শুরু হয়ে হিয়েছে। একুশের ভোেটর রণকৌশল ঠিক করতে নিজের বাড়িতেই দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দ্বন্দ্ব ভুলে ভোটে নজর

দ্বন্দ্ব ভুলে ভোটে নজর

বঙ্গ বিজেপির অন্দরে দ্বন্দ্ব বাড়ছিল। রাজ্যের একাধিক বিজেপি নেতাদের মধ্যে মত বিরোধ তৈরি হচ্ছিল। সেসব বিরোধের জায়গা ভুলে বাংলা দখলের লক্ষ্য এগোতে হবে এমনই বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেকারণেই দিল্লিতে তলব করা হয়েছিল দিলীপ ঘোষকে। েসখানে দিলীপকে কড়া বার্তা দেন জেপি নাড্ডা তার পরেই রাজ্য বিজেপিতে তৎপরতা শুরু বলে মনে করা হচ্ছে।

মুকুল দিলীপ দ্বৈরথ

মুকুল দিলীপ দ্বৈরথ

গত কয়েক মাসে বঙ্গ বিজেপিতে মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব তৈরি হয়েছিল। এই নিয়ে নানা জল্পনা শুরু হয়। অনেক বলতে শুরু করেছিলেন মুকুলকে কোণঠাসা করে রাখতে চাইছেন দিলীপ ঘোষ। যদিও পরে সাংবাদিক বৈঠক করে দুজনেই সেই জল্পনায় জল ঢেলেছিলেন। কয়েকদিন আগে দিলীপের বাড়িতেও দেখা গিয়েছিল মুকুল রায়কে।

নজরে রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি

নজরে রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি

একাধিক জায়গায় বিজেপিতে ভাঙন দেখা দিয়েছে। সেটা বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির। সেকারণে ১৫০ বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে দিলীপের বাড়িতে বৈঠকে। প্রথম দিনেই হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়া নিয়ে পর্যালোচনা হবে। সেই বৈঠকে সংশ্লিষ্ট জেলার বিজেপি সভাপতি এবং পর্যবেক্ষকরা থাকবেন। একই সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়দের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথাও হবে বলে জানা গিয়েছে।

রাজ্যপালের দায়িত্ব থেকে অব্যাহতির মান্যতা তথাগতকে! রাজ্য থেকে রাজ্যপালের দৌড়ে রয়েছেন যাঁরারাজ্যপালের দায়িত্ব থেকে অব্যাহতির মান্যতা তথাগতকে! রাজ্য থেকে রাজ্যপালের দৌড়ে রয়েছেন যাঁরা

English summary
State BJP meeting to fix strategy of Bengal assembly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X