For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সভায় ষড়যন্ত্রের অভিযোগে মামলা! পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে সম্মুখ সমরে বিজেপি

মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় শামিয়ানা ভেঙে পড়ার ঘটনায় বিজেপির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এবার তার পাল্টা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্ত নিল বিজেপি।

Google Oneindia Bengali News

মেদিনীপুরে প্রধানমন্ত্রীর সভায় শামিয়ানা ভেঙে পড়ার ঘটনায় বিজেপির বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এবার তার পাল্টা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্ত নিল বিজেপি। রাজ্য বিজেপির পক্ষ থেকে জেলা পুলিশ ও পূর্ত দফতরের বিরুদ্ধে মামলা করার কথা জানানো হয়েছে মঙ্গলবার।

মোদীর সভায় ষড়যন্ত্রের অভিযোগে মামলা! পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে সম্মুখ সমরে বিজেপি

অভিযোগ, রাজ্য পুলিশ-প্রশাসনের কর্তব্যে গাফিলতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ও পূর্ত দফতরের ভূমিকা সদর্থক ছিল না। জেলা পুলিশ ও পূর্ত দফতর প্রথম থেকেই এই সভা নিয়ে বিজেপির সঙ্গে অসহযোগিতা করেছে বলেও অভিযোগ। এমনকী দুর্ঘটনা ঘটার পরও জেলা পুলিশ সুপার পোন ধরেননি বলে অভিযোগ বিজেপির সাধারণ সম্পাদর সায়ন্তন বসুর।

এদিন মেদিনীপুর বিজেপি ও ডেকরেটার্সদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আয়োজক ও মঞ্চ প্রস্তুতকারকদের গাফিলতির কারণেই বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে যান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার। ঘটনাস্থলে যায় ফরেনসিক টিমও। এই দুর্ঘটনায় মোট ৬টি মামলা রুজু করা হয়েছে।

বিজেপি এরপরই পাল্টা মামলা রুজু করার সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রীর দফতরকে জানিয়েই এই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্ব এদিন অভিযোগ করেন, পুলিশ-প্রশাসন ষড়যন্ত্র করে মানুষ মারতে চেয়েছিল। সেই কারণে নিরাপত্তা ও নজরদারিতে গুরুত্ব দেয়নি। প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপির সভাতেও নিরাপত্তায় ফাঁক রয়ে গিয়েছিল। পুলিশ প্রশাসন চেয়েছিল প্রধানমন্ত্রী সভা বানচাল করে দিতে।

উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রীর সভায় দুর্ঘটনার দায় নেয় বিজেপি। খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, এই দায় তাঁদেরই, তাঁদের আরও সজাগ থাকা উচিত ছিল। রাজ্য সরকার বা তৃণমূলের তরফে কারও দিকে আঙুল না তুলে, আহতদের চিকিৎসা দেওয়ার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়েছিল।

রাজ্য প্রশাসনের তরফে এদিন জানিয়ে দেওয়া হয় পুলিশের গাফিলতি ছিল, এ অভিযোগ সর্বৈব মিথ্যা। তার কারণ প্রধানমন্ত্রীর সভার জন্য দুদিন আগেই মাঠের দখল নিয়েছিল এসপিজি। পুলিশেরও ঢোকার অনুমতি ছিল না। বরং দুর্ঘটনা ঘটার পর পুলিশের তৎপরতায় অনেক প্রাণ রক্ষা পায়। তড়িঘড়়ি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় আহতদের।

[আরও পড়ুন: দেড়মাস পর জামিনে মুক্ত রেডস্টার নেতা অলীক, উৎসাহিত ভাঙড়ের আন্দোলনকারীরা][আরও পড়ুন: দেড়মাস পর জামিনে মুক্ত রেডস্টার নেতা অলীক, উৎসাহিত ভাঙড়ের আন্দোলনকারীরা]

[আরও পড়ুন:'আমি কংগ্রেস- আমি প্রান্তিক মানুষের পাশে দাঁড়াই', মোদীর খোঁচার জবাবে টুইট রাহুলের ][আরও পড়ুন:'আমি কংগ্রেস- আমি প্রান্তিক মানুষের পাশে দাঁড়াই', মোদীর খোঁচার জবাবে টুইট রাহুলের ]

English summary
State BJP decides to suit against Police and PWD for conspiracy. Police files case against BJP and decorators in accident of Narendra Modi’s rally before
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X