For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরে চতুর্থ দফার ভোট, এক নজরে হেভিওয়েট তারকা কেন্দ্রগুলি

রাত পোহালেই চতুর্থ দফার ভোট, এক নজরে হেভিওয়েট তারকা কেন্দ্রগুলি

Google Oneindia Bengali News

৫ জেলায় চতুর্থ দফার ভোট শনিবার। কলকাতাতেও ভোট রয়েছে। যদিও জেলা হিসেবে সেটা দক্ষিণ ২৪ পরগনার মধ্যে পড়ে। কিন্তু কলকাতা শহরের অংশ হিসেবেই ধরা হয় সেই কেন্দ্রগুলিকে। এক ঝাঁক হেভিওয়েট ও তারকা প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে চতুর্থ দফার ভোটে। রয়েছেন শাসক দলের হেভিওয়েট মন্ত্রীরাও। এমনকী বিজেপি তারকা সাংসদ থেকে তারকা প্রার্থীরা এই দফার ভোটে লড়বেন।

চতুর্থ দফার ভোট

চতুর্থ দফার ভোট

রাত পোহালেই চতুর্থ দফার ভোট রাজ্যে। ৫ জেলার ৪৪টি কেন্দ্রে হবে ভোট গ্রহন। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কোচবিহার, আলিপুরদুয়ার। দক্ষিণ ২৪ পরগনার ১১ কেন্দ্র(সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ)। হাওড়ার ৯ কেন্দ্র (বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল (এসসি), পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, ডোমজুড়)। হুগলির ১০ কেন্দ্র(উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড় (এসসি), পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা)। কোচবিহারের ৯ কেন্দ্র(মেখলিগঞ্জ (এসসি), মাথাভাঙা (এসসি), কোচবিহার উত্তর (এসসি), কোচবিহার দক্ষিণ, শীতলকুচি (এসসি), সিতাই (এসসি), দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ)। আলিপুরদুয়ারের ৫টি আসন(কুমারগ্রাম (এসটি), কালচিনি (এসটি), আলিপুরদুয়ার, ফালাকাটা (এসসি), মাদারিহাট (এসটি))

নজরে কলকাতা

নজরে কলকাতা

চতুর্থ দফার ভোটে কলকাতার একাংশে ভোট রয়েছে। যদিও সেটা দক্ষিণ ২৪ পরগনা জেলার অংশ। যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম। এদিকে আবার মেটিয়াব্রুজও রয়েছে। সবকটি কেন্দ্রেই তারকা প্রার্থীরা রয়েছেন। টালিগঞ্জে একেবারে তিন প্রার্থীই তারকা। বিজেপি প্রার্থী এখানে বাবুল সুপ্রিয়। তিনি আসানসোলের সাংসদও বটে। তাঁর প্রতিপক্ষ এখানে তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস। বামেরা এই কেন্দ্রে প্রার্থী করেছে সিনে তারকা দেবদূত ঘোষ ঠাকুরকে। সব মিলিয়ে তারকা সমাবেশে ভোট হবে টালিগঞ্জে।

নজরে বেহালা

নজরে বেহালা

বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম এই দুই কেন্দ্রে তারকা সমাবেশে হাড্ডাহাড্ডি লড়াউই হতে চলেছে। বেহালা পূর্বে বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী পায়েল সরকারকে। আর তৃণমূলের তুরুপের তাস শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রীরত্না চট্টোপাধ্যায়। বিজেপি এই কেন্দ্রে শোভনকে প্রার্থী করতে পারেন আঁচ করেই রত্নাকে প্রার্থী করেছিল। কিন্তু শেষে পায়েলকে এই কেন্দ্রে প্রার্থী করা হয়। বেহালা পশ্চিমে আবার তৃণমূল কংগ্রেসের হেভিয়েট প্রার্থী পার্থ চট্টপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী। তাঁকে টক্কর দিতে সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী শ্রাবন্তীকে। এদিকে আবার কসবায় জাভেদ খানের বিপরীতে প্রার্থী হয়েছে সিপিএমের শতরূপ ঘোষ।

নজরে সিঙ্গুর-ডোমজুর

নজরে সিঙ্গুর-ডোমজুর

নন্দীগ্রামের পর বিজেপির বাড়তি নজর রয়েছে সিঙ্গুরে। আগামিকাল সিঙ্গুরে ভোট। তৃণমূলের বেচারাম মান্নার সঙ্গে বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচার্যের লড়াই। ডোমজুড়ে বিজেপির হেভিওয়েট প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ষ অন্যদিকে আবার উত্তরপাড়ায় বিজেপির প্রবীর ঘোষালের বিরুদ্ধে তৃণমূলের কাঞ্চন মল্লিকের লড়াই। সোনারপুর দক্ষিণে আবার দুই অভিনেত্রীর লড়াই। সেখানে বিজেপি প্রার্থী করেছে অঞ্জনা বসুকে। আর তৃণমূলের প্রার্থী লাভলি মৈত্র। এদিকে আবার চণ্ডীতলায় বামেদের হেভিয়েট প্রার্থী মহম্মদ সেলিমকে মোকাবিলা করতে বিজেপি প্রার্থী করেছে অভিনেতা যশকে।

চতুর্থ দফা ভোটের ৪৪ আসনে লোকসভা নির্বাচনের নিরিখে কোন পার্টি কোথায় এগিয়ে, একনজরে পরিসংখ্যান চতুর্থ দফা ভোটের ৪৪ আসনে লোকসভা নির্বাচনের নিরিখে কোন পার্টি কোথায় এগিয়ে, একনজরে পরিসংখ্যান

English summary
Star candidate of forth phase poll Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X