For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভেঙেছে জানলার কাচ, আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালও

ভেঙেছে জানলার কাচ, আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত কলকাতার সুপার স্পেশালিটি হাসপাতালও

Google Oneindia Bengali News

আম্ফানের গ্রাসে পড়েছে শহরের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমও। জানলার কাচ ভেঙে চারিদিকে ছড়িয়ে রয়েছে কাচের টুকরো। জল থৈ থৈ করছে ওয়ার্ড। ভয়ঙ্কর অবস্থা এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারের। পরিস্থিতি সামাল দিয়ে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র।

আম্ফানের কোপ এসএসকেএমে

আম্ফানের কোপ এসএসকেএমে

করোনা পরিস্থিতির মধ্যে আম্ফানের তাণ্ডব। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সাত তলার জানলার কাচ ঝড়ের দাপটে গুঁড়িয়ে গিয়েছে। ওয়ার্ডের চারপাশে মেঝেতে ছড়িয়ে রয়েছে কাচ। রোগীদের বাঁচাতে সাত তলা থেকে তড়িঘড়ি নামিয়ে আনা হয়। রাত ভর রোগীদের সরানোর কাজ করেছেন হাসপাতালের কর্মী এবং নার্সরা।

ক্ষতিগ্রস্ত গাছ

ক্ষতিগ্রস্ত গাছ

হাসপাতালের ভেতরে রয়েছে প্রচুর বড় বজ় গাছ। আম্ফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাছগুলি। নুয়ে পড়েছে একাধিক বড় বড় গাছ। হাসপাতাল চত্ত্বরের মধ্যে জল দাঁড়িয়েছিল বেশ খানিক্ষণ। ভয়ঙ্কর পরিস্থিতিত হয়েছিল। যদিও তারপরে ধীরে ধীরে জল নেমে যায় বলে জানিয়েছেন হাসপাতালের রোগীরা।

অন্যান্য হাসপাতালও ক্ষতিগ্রস্ত

অন্যান্য হাসপাতালও ক্ষতিগ্রস্ত

শুধু এসএসকেএম নয় আরজিকর, কলকাতা মেডিকেল কলেজ, এনআর সর্বত্র বহু জায়গায় জানলার কাজ ভেঙে ওয়ার্ডের মধ্যে জল ঢুকে পড়েছে। টেলিফোন লাইন ছিড়ে যাওয়ায় যোগাযোগে সমস্যা হচ্ছে। হাতে লিখে কাজ করতে হচ্ছে। তবে বড় বিপদ এড়ানো হিয়েছে বলে জানিয়েছেন হাসপাতােলর সুপাররা।

বিধ্বস্ত কলকাতা

বিধ্বস্ত কলকাতা

এখনও স্বাভাবিক হয়নি শহর কলকাতা। প্রায় ৫০০০ গাছ পড়েছে শহরে। পানীয় জলের সংকট দেখা দিয়েছে শহরে। এই নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে শহরের একাধিক জায়গায়। এখনও পরিস্থিতি স্বাভাবিক হতে এক সপ্তাহ সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

দু’মাস পরে চালু হচ্ছে বিমান পরিষেবা, কিন্তু পর্যাপ্ত চাহিদা নিয়ে আশঙ্কায় বিমান সংস্থা গুলি দু’মাস পরে চালু হচ্ছে বিমান পরিষেবা, কিন্তু পর্যাপ্ত চাহিদা নিয়ে আশঙ্কায় বিমান সংস্থা গুলি

English summary
SSKM hospital in Kolkata damaged due to cyclone amphan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X