For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্মরত চাকরিপ্রার্থীদেরও ইন্টারভিউয়ের অনুমতি হাইকোর্টের

কর্মরত চাকরিপ্রার্থীদেরও ইন্টারভিউয়ের অনুমতি হাইকোর্টের

  • By অভীক রায়
  • |
Google Oneindia Bengali News

স্বস্তির খবর দিন শেষ হলেও হাইকোর্টের নির্দেশে এ বার উচ্চ প্রাথমিকের ইন্টারভিউতে বসতে অসুবিধা রইল না চাকরিজীবী প্রার্থীদের।

কর্মরত চাকরিপ্রার্থীদেরও ইন্টারভিউয়ের অনুমতি হাইকোর্টের

মঙ্গলবার এক মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে, কমর্রত শিক্ষকদেরও ইন্টারভিউ নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। যেহেতু বুধবার ইন্টারভিউয়ের শেষ দিন, তাই আগামিকালই হাজারের বেশি চাকরিজীবী শিক্ষকদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, ২০১৬ র উচ্চ প্রাথমিকে পরীক্ষার থেকে আড়াই বছরের বেশি সময় ধরে কোনও মেধাতালিকা বের হয়নি, ইন্টারভিউও হয়নি। অগত্যা আশাহত হয়ে আবেদনকারীদের প্রায় মধ্যে প্রায় হাজার জন এসএসসি-র অন্যান্য ক্ষেত্রে আবেদন করে চাকরি পেয়েছেন, এবং সেখানেই চাকরি করছে। যেহেতু সেই হাজার জন ইতিমধ্যেই একটি সরকারি চাকরি করছেন, তাই তাঁরা অন্য চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসার সুযোগ পাবেন না। এমন যুক্তি খাড়া করা হয়েছিল সংসদের পক্ষ থেকে। ফলে গোটা প্রক্রিয়া থেকেই কার্যত বঞ্চিত থাকতে হচ্ছিল তাঁদের।

সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। আবেদনকারীদের বক্তব্য, সরকারি চাকরি করলেও তাঁরা প্রত্যেকেই উচ্চ প্রাথমিকের লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। তারপরও কেন ইন্টারভিউতে বসতে দেওয়া হবে না? মামলাকারীদের আবেদন যুক্তিগ্রাহ্য মনে হওয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন।

English summary
SSC interview should be on merit, says Kolkata High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X