For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা: সিবিআই অফিসে সৃঞ্জয়-শ্যামাপ্রসাদ, মদন গরহাজিরই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ককত
কলকাতা, ২১ নভেম্বর: নোটিশ পেলেও শুক্রবার সিবিআই দফতরে এলেন না পরিবহণ মন্ত্রী 'অসুস্থ' মদন মিত্র। তবে তাঁর দলের দুই হেভিওয়েট, যথাক্রমে রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসু ও বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাজিরা দিলেন। সারদা-কাণ্ডে মদন মিত্রকে কবে জিজ্ঞাসাবাদ করা হবে ও কীভাবে, তা ঠিক করতে আগামীকাল জরুরি বৈঠকে বসবেন সিবিআই অফিসাররা।

সারদা-কাণ্ডে জেরা করতে চেয়ে রাজ্য সরকারের দুই মন্ত্রী যথাক্রমে মদন মিত্র ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তলব পাঠায় সিবিআই। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসুকে ডাকা হয়। নোটিশ পাঠানো হয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা বর্তমান কংগ্রেস নেতা সোমেন মিত্রকে। তলব পেয়ে 'অসুস্থ' হয়ে পড়েন মদনবাবু। বিরোধীরা দাবি করেছে, সিবিআইয়ের ভয়ে তিনি 'অসুস্থ' হয়ে পড়েছেন। যদিও মদনবাবুর দাবি, তাঁর শিরদাঁড়ায় টিউমার হয়েছে। সঙ্গে শ্বাসকষ্ট, ডায়াবেটিস ইত্যাদিও রয়েছে। গত মঙ্গলবার তিনি বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন। কিন্তু রহস্যজনকভাবে গতকাল বিকেলে বেলভিউ ছেড়ে ভর্তি হয়েছেন এসএসকেএম হাসপাতালে। তিনি জানিয়ে দিয়েছিলেন, 'অসুস্থ' থাকায় যেতে পারবেন না। আইনজীবীর হাত দিয়ে কিছু নথি পাঠিয়েছিলেন। যদিও তা দেখে তদন্তকারীরা সন্তুষ্ট হননি বলেই খবর।

আরও পড়ুন: চুপিচুপি বেলভিউ ছেড়ে বিকেলেই এসএসকেএমে 'অসুস্থ' মদন, জল্পনা তুঙ্গে
আরও পড়ুন: শিরদাঁড়ায় টিউমার, সিবিআই অফিসে কাল যাচ্ছেন না মদন

এ দিন সৃঞ্জয় বসু বলেন, "আমি একজন দায়িত্বশীল নাগরিক। তাই সিবিআইকে সাহায্য করতে এসেছি। ওরা আমাকে সাক্ষী হিসাবে ডেকে পাঠিয়েছে।" পাশাপাশি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ২০০৯ সালে লোকসানে চলা একটি সিমেন্ট কারখানা বিক্রি করেছিলেন সারদা গোষ্ঠীকে। এ নিয়ে তাঁকে আগেই জেরা করেছে ইডি। এ বার সিবিআই জিজ্ঞাসাবাদ করল তাঁকে। এ দিন সল্ট লেকে সিবিআই দফতরে হাজিরা দেন সোমেন মিত্রও।

English summary
Srinjoy, Shayama Prasad come to CBI office, Madan absent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X