
ইটভাটার শিশুদের সাথে জন্মদিন পালন উত্তর ২৪ পরগনার একরত্তি সৃজিতার
করোনা কেড়েছে অনেক কিছুই। কেড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাপন। কেড়েছে সুস্থভাবে বাঁচা। সেইসঙ্গে কেরেছে অনেকের পেটের ভাতও। করোনা অতিমারী পরিস্থিতিতে জারি কার্যত লকডাউনের জেরে একপ্রকার বন্ধই হয়ে আছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ইটভাটাগুলি। এই ইটভাটাগুলির সঙ্গে যুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারগুলির এখন জুটছে না দুবেলা দুমুঠো খাবার। সংবাদমাধ্যমে এই পরিস্থিতির কথা জানতে পেরে ইটভাটার অনাহারে থাকা শিশুদের সঙ্গে জন্মদিন পালনের সিদ্ধান্ত নিল বছর দোষের ফুটফুটে সেই একরত্তি মেয়ে। নাম সৃজিতা।

সৃজিতা জানায়, নিউজ চ্যানেলে সে দেখেছে কত মানুষের খাওয়া হচ্ছে না। অনাহারী কত মানুষ রয়েছে স্টেশনে, ফুটপাথ, ইটভাটায় ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে না খেয়ে। তাই সৃজিতা তাদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার আবদার জানায় তার বাবা-মাকে। তাই তাঁর আবদারেই শনিবার সৃজিতার জন্মদিন উপলক্ষে উত্তর ২৪ পরগনার বারাসাত বড়বড়িয়া সংলগ্ন একটি ইটভাটার শ্রমিক ও তাদের পরিবারকে মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা করে সৃজিতা ও তার পরিবার।
কলকাতা পুরসভায় স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
একইসঙ্গে ইটভাটায় থাকা ছোট্ট শিশুদের হাতে দুধ, কেক, বিস্কুটও তুলে দেয় সৃজিতা। তাদের সঙ্গেই এদিন জন্মদিনের কেকও কাটে সে। সৃজিতার জন্মদিনের আনন্দে মেতে ওঠে ইটভাটার কচিকাঁচারা। অভিনব এই জন্মদিনে এদিন হাজির ছিলেন সৃজিতার বাবা সুমন সাধু,মা প্রিয়াঙ্কা,ভাই প্রত্যূষ,হৃদয়পুর নবসোপানের কর্ণধার সৌভিক ঘোষ, সুপর্ণা মণ্ডল-সহ বিশিষ্টজনেরা। সৃজিতার জন্মদিনে পেটপুরে খেতে পেয়ে খুশি ইটভাটার শিশুরাও। সৃজিতার জন্য প্রাণ খুলে শুভকামনা জানিয়েছেন তারা। এই পরিস্থিতিতে ইটভাটার অনাহারে থাকা শিশুদের মত অন্যান্য অসহায় শিশু ও পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছে সৃজিতা।