For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামাইবাবু মুকুল রায়ের পর এবার শ্যালকও কি যোগ দেবেন বিজেপিতে, জল্পনা তুঙ্গে

জামাইবাবু মুকুল রায়ের পর এবার শ্যালক সৃজন রায়ও বিজেপিতে যোগ দেওয়ার পথে। সূত্রের খবর এমনটাই।

  • |
Google Oneindia Bengali News

জামাইবাবু তথা বিজেপি নেতা মুকুল রায়ের পর এবার শ্যালক সৃজন রায়ও গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পথে। সূত্রের খবর এমনটাই। শুক্রবার তিনি রাজ্য বিজেপির সদর দফতরে গিয়ে বৈঠক করেন সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে। রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে প্রায় ১ বছর জেল খেটেছিলেন তিনি।

রাজ্য বিজেপির দফতরে মুকুল রায়ের শ্যালক

রাজ্য বিজেপির দফতরে মুকুল রায়ের শ্যালক

রাজ্য বিজেপির দফতরে মুকুল রায়ের শ্যালক সৃজন রায় ওরফে সাজা। শুক্রবার তিনি বৈঠক করেন সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে।

বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে

বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে

রাজ্য বিজেপির অফিসে সৃজন রায় ঘুরে যাওয়ার পরেই জল্পনা, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তবে তিনি অভিযোগ করে বলেছেন, তৃণমূল তাঁর সঙ্গে প্রতারণা করেছে। সেইজন্য তিনি সরাসরি রাজনীতিতে নামবেন।

প্রতারণার অভিযোগে জেল খেটেছেন

প্রতারণার অভিযোগে জেল খেটেছেন

রেলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৬০ থেকে ৭০ জনের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা তোলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। মুকুল রায় রেলমন্ত্রী থাকার সময়েই তিনি প্রতারণা করেছিলেন বলে অভিযোগ। ২০১৮ সালে গ্রেফতারের পর ১ বছর তাঁকে জেলে কাটাতে হয়েছিল। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সৃজন রায়।

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

সৃজন রায় অভিযোগ করেছেন তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে সেই অভিযোগ তুলেছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, একটা সময়ে মুকুল রায়ের পাশাপাশি কাঁচড়াপাড়া এলাকায় তৃণমূলের সংগঠনে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন সৃজন রায়।

English summary
Srijan Roy, brother in law of Mukul Roy may join BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X