স্পিড পোস্টে পাঠানো চিঠি হাতে এল ১৯ বছর পরে, বাকরুদ্ধ রায়গঞ্জের তুহিনবাবু
একদিন বা দু'দিন নয় ২০০০ সালে পাঠানো স্পিড পোস্টের জরুরি চিঠি এসে পৌঁছেছে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর। ভারতীয় ডাক বিভাগের স্পিড পোস্ট চালু হলেও জমা দেওয়ার ১৯ বছর পরে স্পিড পোস্টে ডেলিভারি হওয়ার ঘটনা অবাক করে দিয়েছে সকলকে।

ডাক বিভাগের এই নজিরবিহীন ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মুখ্য ডাকঘরের। রায়গঞ্জ শহরের সুদর্শনপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী তুহিন চন্দ্র চন্দের সঙ্গে এই বিরল ঘটনা ঘটেছে। এদিনই তিনি রায়গঞ্জ মুখ্য ডাকঘর থেকে ডেলিভারি সংক্রান্ত নোটিফিকেশন পেয়েছেন।
তিনি গোটা ঘটনায় হতবাক। অভিযোগ জানালে কোনও কর্মচারীর চাকরি চলে যেতে পারেয এই আশঙ্কায় তিনি কোনও অভিযোগও জানাতে চান না।
তুহিনবাবু ২০০০ সালে একটি গুরুত্বপূর্ণ নথি রায়গঞ্জ মুখ্য ডাকঘরের মাধ্যমে স্পিড পোস্ট করেছিলেন। ১৯ বছর পর সেই নথি ডেলিভারি হয়েছে বলে বুধবার তাঁকে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ এই ডাক বিভাগের এমন উদাসীনতায় হতবাক হয়ে গিয়েছেন তুহিনবাবু। তাঁর আজ মনেও নেই কি নথি তিনি পোস্ট করেছিলেন।
এদিকে রায়গঞ্জ মুখ্য ডাকঘর কর্তৃপক্ষ এব্যাপারে মুখ খুলতে চাননি। তবে সবকিছুর মাঝে এক বিরল ঘটনার সাক্ষী থেকে গেলেন রায়গঞ্জের এই অবসরপ্রাপ্ত মানুষটি।