For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রিসভার বৈঠক নিয়ে 'রেকর্ড' ভাঙলেন মমতা! রদবদল জল্পনা তুঙ্গে

মন্ত্রিসভার বৈঠক নিয়ে 'রেকর্ড' ভাঙলেন মমতা! রদবদল জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

রেকর্ড ভোটে জিতে তৃণমূলের (Trinamool Congress) ক্ষমতায় আসার পরে একই সপ্তাহের জোড়া ক্যাবিনেট বৈঠক (Cabinet Meeting) । যাও একটা রেকর্ড। সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পরে বৃহস্পতিবার ফের ক্যাবিনেট বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সপ্তাহের দুই ক্যাবিনেট বৈঠক নিয়ে মন্ত্রিসভায় রদবদল জল্পনা তীব্র হয়েছে।

সাম্প্রতিক অতীতে নজির নেই

সাম্প্রতিক অতীতে নজির নেই

নবান্নের কর্তারা বলছেন, সাম্প্রতিক অতীতে একই সপ্তাহে পরপর দুবার ক্যাবিনেট বৈঠকের নজির নেই। বলা ভাল মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরে প্রথমবারের জন্য
একই সপ্তাহে দুবার ক্যাবিনেট বৈঠক হতে যাচ্ছে বৃহস্পতিবার। মন্ত্রিসভার বৈঠকের শেষে হতে পারে স্ট্যান্ডিং কমিটির বৈঠকও।

যেসব সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী

যেসব সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এসএসসি নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পার। এছাড়াও মন্ত্রিসভায় দায়িত্ব বদলও করতে পারেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই এই বৈঠক ডাকা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ইতিমধ্যেই মন্ত্রিসভার সদস্যদের কাছে বৈঠক নিয়ে বার্তা পৌঁছে গিয়েছে।

সোমবারের বৈঠকে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত

সোমবারের বৈঠকে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশে কয়েক হাজার নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে মহিলা পুলিশ কনস্টেবল পদে ২০২০ জন, যাঁদেরকে রাজ্য পুলিশের উইনার্স স্কোয়াডে নিয়োগ করা হবে।
অন্যদিকে গোয়েন্দা বিভাগে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৬০০ জনকে নিয়োগ করা হবে। অন্যদিকে স্পেশাল হোমগার্ড পদে ১০৫ ডনকে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ পুলিশে
২০২০ জন মহিলাকে নিয়োগের সিদ্ধান্ত আগে নেওয়া হলেও, সোমবার তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে।

 বৃহস্পতিবারে নিয়োগ সংক্রান্ত সিদ্ধানের সম্ভাবনা

বৃহস্পতিবারে নিয়োগ সংক্রান্ত সিদ্ধানের সম্ভাবনা

সোমবারের মতো বৃহস্পতিবারেও নিয়োগ সংক্রান্ত ব্যাপারে মন্ত্রিসভার অনুমোদন নিতে পারেন মুখ্যমন্ত্রী। এই নিয়োগ হতে পারে শিক্ষা দফতরে। সাম্প্রতিক সময়ে স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডি ছাড়াও মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। যা নিয়ে আদালতে মামলা চলছে। সেই পরিস্থিতি মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষক এবং জুনিয়র হাইস্কুল, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্কুলে
প্রধান শিক্ষক পদে নিয়োগের কথা ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। এই ঘোষণায় ছয়বছর পরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে।
গত সপ্তাহে শিক্ষক নিয়োগের জন্য ৬৮৬১ টি শূন্যপদ তৈরির কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। যা নিয়ে কটাক্ষ করে হাইকোর্ট। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে শুনানির সময়
হাইকোর্টের তরফে বলা হয় শিক্ষক নিয়োগের জন্য শূন্যপবদ তৈরির বিজ্ঞপ্তি আসলে চোখে ধূলো দেওয়ার চেষ্টা।

অর্জুনের এজেন্ট বিজেপির জেলা সভাপতি! শুভেন্দুর সভার আগে অপসারণের দাবিতে পোস্টার অর্জুনের এজেন্ট বিজেপির জেলা সভাপতি! শুভেন্দুর সভার আগে অপসারণের দাবিতে পোস্টার

English summary
Speculations on Changes in ministry as CM Mamata Banerjee calls cabinet meeting 2nd time in a week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X