For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেই দলীয় কর্মসূচিতে, গরহাজির প্রশাসনিক বৈঠকে! 'অরাজনৈতিক' জেলা সফরে শুভেন্দু অধিকারী, জল্পনা তুঙ্গে

তিনি নেই মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে। দলের কোনও কর্মসূচিতেও নেই তিনি। কিন্তু প্রতিদিনই জনসংযোগ রাখছেন বহু মানুষের সঙ্গে। যোগ দিচ্ছেন নানা অনুষ্ঠানে। এরই মধ্যে নিজের কিংবা পাশের জেলা ছাড়িয়

  • |
Google Oneindia Bengali News

তিনি নেই মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে। দলের কোনও কর্মসূচিতেও নেই তিনি। কিন্তু প্রতিদিনই জনসংযোগ রাখছেন বহু মানুষের সঙ্গে। যোগ দিচ্ছেন নানা অনুষ্ঠানে। এরই মধ্যে নিজের কিংবা পাশের জেলা ছাড়িয়ে অন্য জেলায় সফর শুরু করেছেন শুভেন্দু অধিকারী (subhendu adhikari)। তাতে কোনও সরকারি কিংবা দলীয় ছাপ না থাকলেও, শুভেন্দু অধিকারীর এই সফরকে ঘিরে জল্পনা তুঙ্গে।

শহর থেকে গ্রাম, দুর্বার গতিতে ছড়াচ্ছে শুভেন্দুর পোস্টার! এবার 'বাংলায় চাই' ব্যানারে জল্পনাশহর থেকে গ্রাম, দুর্বার গতিতে ছড়াচ্ছে শুভেন্দুর পোস্টার! এবার 'বাংলায় চাই' ব্যানারে জল্পনা

মুর্শিদাবাদে যাওয়ার কথা ছিল ৮ নভেম্বর

মুর্শিদাবাদে যাওয়ার কথা ছিল ৮ নভেম্বর

শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদে যাওয়ার কথা ছিল ৮ নভেম্বর। জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ দাস এনিয়ে পোস্টার, ব্যানার ছাপিয়েছিলেন। সেখানে উল্লেখ করা ছিল সম্পূর্ণ অরাজনৈতিক কারণে জেলা সফর করবেন তিনি। মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রয়াত মফিজউদ্দিন মণ্ডলের স্মরণসভায় যোগ দেওয়ার কথা তাঁর।

৬ নভেম্বর হঠাৎই মুর্শিদাবাদ সফর

৬ নভেম্বর হঠাৎই মুর্শিদাবাদ সফর

শুক্রবার বিকেলে হঠাৎই শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ সফরে চলে যান। প্রথমে তিনি যান বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘে। সেখানে ঢুকেই প্রথমে প্রণাম করেন প্রণবানন্দের প্রতিকৃতিতে। সেখানে প্রায় আধঘন্টা সময় কাটান মহারাজদের সঙ্গে। সেখানে শুভেন্দু অধিকারীকে ডাবের জল দেওয়া হয়। শুভেন্দু অধিকারীর এই সফর সম্পর্কে বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে বলা হয়েছে, মন্ত্রী পরিবারের সদস্যরা ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত। আগামী দিনে শুভেন্দু অধিকারীও ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।

দশমীতে নৌকাডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য

দশমীতে নৌকাডুবিতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য

বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘ থেকে শুভেন্দু অধিকারী সরাসরি চলে যান, পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বুড়িমাতলায়। সেখানেই ২৬ অক্টোবর বিজয়া দশমীর দিন ঠাকুর বিসর্জন করতে গিয়ে ডুমনিতলা ঘাটে ৫ যুবক নৌকা ডুবিতে মারা যায়। শুক্রবার সন্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয় তার প্রাক্তন সাংসদ সদস্য তহবিল থেকে পাঁচ মৃত যুবকের পরিবারকে আর্থিক সাহায্য করলেন ও সর্বত ভাবে পাশে থাকার আশ্বাস দেন। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী সাংসদ থাকাকালীন ১২ লক্ষ টাকা অ্যাকাউন্টে ছিল। তার থেকে শুক্রবার তিনি মোট ১০ লক্ষ টাকা ৫ টি পরিবারের হাতে তুলে দেন। অনেকেই এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। সূত্রের খবর অনুযায়ী, প্রশাসন কিংবা তৃণমূল জেলা নেতৃত্বের কাছে শুভেন্দু অধিকারীর এই সফর নিয়ে কোনও তথ্যই ছিল না।

বৃহস্পতিবার খড়গপুরে গিয়েছিলেন ক্লাবের অনুষ্ঠানে

বৃহস্পতিবার খড়গপুরে গিয়েছিলেন ক্লাবের অনুষ্ঠানে

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে হাজির ছিলেন না শুভেন্দু অধিকারী। তবে তিনি সন্ধেয় গিয়েছিলেন খড়গপুরে একটি ক্লাবের অনুষ্ঠানে।

 বাঁকুড়ায় যাচ্ছেন শুভেন্দু

বাঁকুড়ায় যাচ্ছেন শুভেন্দু

১৩ নভেম্বর বাঁকুড়ায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রবীন্দ্র সরণী ইউনাইটেড ক্লাবের শ্যামা প্রতিমার মূর্তির উন্মোচন অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।

১০ নভেম্বরের সভা নিয়ে প্রস্তুতি তুঙ্গে

১০ নভেম্বরের সভা নিয়ে প্রস্তুতি তুঙ্গে

এদিকে নিজের জেলা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তেখালিতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে যেসভার আয়োজন করা হয়েছে। তা নিয়ে প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন জেলা থেকে বহু সংখ্যক যানবাহন ইতিমধ্যেই ভাড়া করা হয়েছে। শয়ে শয়ে মানুষ সেদিন তেখালিতে যাবে।

তৈরি হয়েছে 'আমরা অনুগামী' গেঞ্জি

তৈরি হয়েছে 'আমরা অনুগামী' গেঞ্জি

ইতিমধ্যেই আমরা দাদার অনুগামীরা আমরা অনুগামী ছাপ দিয়ে গেঞ্জি তৈরি করে ফেলেছেন। যা জায়গায় জায়গায় অনুগামীদের মধ্যে বিলি করা শুরু হয়ে গিয়েছে। ১০ নভেম্বরের অনুষ্ঠানে অনুগামীদের অনেককেই এই গেঞ্জি পরে দেখা যাবে।

English summary
Speculation on Subhendu Adhikar increases as he has started district visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X