For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৈঠক ঘিরে জিতেনের ধোঁয়াশার পাল্টা 'আমরা আর কদিন, ওরাই তো দেখবে' জবাব ফিরহাদের! চড়ছে পারদ

বৈঠক ঘিরে জিতেনের ধোঁয়াশার পাল্টা 'আমরা আর কদিন, ওরাই তো দেখবে' জবাব ফিরহাদের! চড়ছে পারদ

  • |
Google Oneindia Bengali News

কলকাতা-মেদিনীপুর রাজনীতিতে তৃণমূল খানিকটা পিছিয়ে যায়। তবে এবার আসানসোল-কলকাতা রাজনীতি ঘিরে তুঙ্গে পারদ। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির পত্র বোমার পর কলকাতায় রাতারাতি তলব করা হয় তাঁকে। স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েন ফিরহাদ। এরপর ২৪ ঘণ্টা পার করে রয়েছে আজ হাইভোল্টেজ বৈঠক।

মঙ্গলবার সন্ধ্যার বৈঠকে কি পিকে থাকছেন!

মঙ্গলবার সন্ধ্যার বৈঠকে কি পিকে থাকছেন!

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটের একটি অফিসে এই বৈঠক আয়োজিত হওয়ার কথা রয়েছে। এদিকে, জানা গিয়েছে ফের একবার মমতার চোখ হিসাবে এই বৈঠকে থাকছেন প্রশান্ত কিশোর। যে প্রশান্ত কিশোরকে নিয়ে দলের একাংশের প্রবল ক্ষোভ রয়েছে।

'দিদির সঙ্গেই যখন কথা হবে , তাহলে আজ না বসলেও হবে'

'দিদির সঙ্গেই যখন কথা হবে , তাহলে আজ না বসলেও হবে'

এদিকে, জিতেন তিওয়ারি গতকাল জানিয়েছেন যে মঙ্গলবারের সভা নিয়ে তাঁকে ডাকা হয়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা রয়েছে। আর সেই বৈঠকে জিতেন্দ্র তিওয়ারি যাবেন। এরপর বৈঠকের দিন সকালে মঙ্গলবার জিতেন্দ্র তিওয়ারি বলেন, 'কাল রাতে অরূপ বিশ্বাস আমাকে ফোন করে ছিলেন। আমি দিদির সঙ্গে বসতে চেয়েছিলাম। তিনি বলেন, ১৭ তারিখ ফিরে আসার পর ১৮ তারিখ দিদি ৫ মিনিট সময় দিতে পারবেন। ' এরপরই জিতেন বাবু বলেন, 'দিদির সঙ্গেই যখন কথা হবে, আজ আর না বসলেও হবে। আমি জেনে নেব ওরা কী বলে। যদি বলে আসকেই হবে। তাহলেই যাব, না হলে ১৮ তাারিখই যাব।'

'জিতেন আমার ছোট ভাই'

'জিতেন আমার ছোট ভাই'

এদিকে, এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, 'জিতেন আমার ছোট ভাই, দলের মধ্যে এভাবে কথা বলা তো ঠিক নয়। চিঠি দিয়েছে বলে আমার খারাপ লেগে।।' প্রসঙ্গত গতকাল আসানসোল থেকে জিতেন তিওয়ারির পত্রবোমা ফাঁস হওয়ার পর উত্তাল ছিল রাজ্য রাজনীতি। এরপরই পরিস্থিতি নিয়ে ড্যামে কন্ট্রোলে নামেন ফিরহাদ।

' আমরা আর কদিন আছি ওরাই তো দেখবে'

' আমরা আর কদিন আছি ওরাই তো দেখবে'

এদিন কার্যত স্নেহের সুর ধরে স্বভাবসিদ্ধ মেজাজে ফিরহাদ হাকিম বলেন,' জিতেন দলের সৈনিক। আমরা আর কদিন আছি। এরাই তো দেখবে। '

শুভেন্দুর 'আমরা ভারতীয়, আমরা বাঙালি' থেকে 'বহিরাগত' ইস্যুতে ঝাঁঝাঁলো বার্তা! জল্পনা ফের উস্কে গেলশুভেন্দুর 'আমরা ভারতীয়, আমরা বাঙালি' থেকে 'বহিরাগত' ইস্যুতে ঝাঁঝাঁলো বার্তা! জল্পনা ফের উস্কে গেল

English summary
Speculation on Jiten Tiwari and Firhad Hakim meeting over Asansole Mayor's allegation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X