For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গোষ্ঠীদ্বন্দ্ব' সামলাতে মমতার বাজি বাম নেতা! প্রাক্তন মন্ত্রীর তৃণমূলে যোগ নিয়ে জল্পনা তুঙ্গে

হীতেন বর্মন, উদয়ন গুহ-র পর কি এবার তৃণমূলে নাম লেখাতে চলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লকের হেভিওয়েট নেতা পরেশ অধিকারী। সরকারের তরফে তাঁকে নতুন পদ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে।

  • |
Google Oneindia Bengali News

হীতেন বর্মন, উদয়ন গুহ-র পর কি এবার তৃণমূলে নাম লেখাতে চলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লকের হেভিওয়েট নেতা পরেশ অধিকারী। সরকারের তরফে তাঁকে নতুন পদ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ কোচবিহার ফরওয়ার্ড ব্লকের হেভিওয়েট নেতা পরেশ অধিকারী।

গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে মমতার বাজি বাম নেতা! প্রাক্তন মন্ত্রীর তৃণমূল যোগ নিয়ে জল্পনা তুঙ্গে

কোচবিহারের মেখলিগঞ্জের প্রাক্তন বিধায়ক তিনি। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীও বটে। ফরওয়ার্ড ব্লকের এহেন প্রভাবশালী নেতা পরেশ অধিকারীকে চ্যাংরাবান্দা উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান করার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। এক্ষেত্রে মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক অর্ঘ রায়প্রধানকে সরিয়ে পরেশ অধিকারীকে এই পদে বসানো হয়েছে। ফলে রাজনৈতিক মহলে পরেশ অধিকারীর তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে।

২০১১-তে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার সময়েও কোচবিহারে বাম শরিক ফরওয়ার্ড ব্লক বেশ শক্তিশালী ছিল। কিন্তু আস্তে আস্তে সেই শক্তি গিয়েছে। হীতেন বর্মন থেকে শুরু করে উদয়ন গুহ, একে একে নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। দলে ভারী হলেও, যোগদানে জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে। শুধু গোষ্ঠীদ্বন্দ্বই নয়, যুব তৃণমূল আর তৃণমূলের সশস্ত্র লড়াইও হয়েছে কমল গুহ-র জেলা কোচবিহারে।

অন্যদিকে, রাজ্যের যেসব জেলায় বিজেপি শক্তি বাড়িয়েছে, তার মধ্যে রয়েছে এই কোচবিহারও। জেলায় তৃণমূলের সঙ্গে টক্কর দিচ্ছে বিজেপিই। এহেন পরিস্থিতিতে শক্তিহীন ফরওয়ার্ড ব্লক থেকে রাজ্যের প্রাক্তনমন্ত্রী তৃণমূলে গেলে তাতে আশ্চর্যের কিছুই নেই বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

English summary
Speculation of Joining of FB leader and Ex minister Paresh Adhikari to TMC in coming days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X