For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে আর মন টিকছে না! তৃণমূলে ফিরতে ‘অপেক্ষার প্রহর’ গুনছেন বিধায়ক

বিধানসভাজুড়েই কানাঘুষো চলছে কয়েকদিন ধরেই। বিজেপিতে আর মন টিকছে না বিধায়কের। তিনি ফের তৃণমূলে ফিরতে চান। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন খুব বেশি দিন হয়নি।

Google Oneindia Bengali News

বিধানসভাজুড়েই কানাঘুষো চলছে কয়েকদিন ধরেই। বিজেপিতে আর মন টিকছে না বিধায়কের। তিনি ফের তৃণমূলে ফিরতে চান। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন খুব বেশি দিন হয়নি। এরই মধ্যে মোহভঙ্গ হয়েছে তাঁর। তাই তিনি এবার ফের পুরনো দলে ফিরে আসতে চান। সেজন্য অপেক্ষার প্রহর গুণছেন তিনি।

ফিরতে চাইছেন তৃণমূলে

ফিরতে চাইছেন তৃণমূলে

সম্প্রতি এমনই এক দৃশ্য দেখা গিয়েছে বিধানসভায়। খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরের সামনে বহুক্ষণ অপেক্ষমান হয়ে বসে রয়েছেন নোয়াপাড়ার বিধায়ক। তিনি দেখা করতে চান জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। তাতেই কানাঘুষো শুরু হয়ে যায় সুনীল সিং ফিরতে চাইছেন তৃণমূলে।

লোকসভা ভোটের পর

লোকসভা ভোটের পর

লোকসভা ভোটের পর অর্জুন সিংয়ের আত্মীয় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। গাড়ুলিয়া পুরসভার চেয়ারম্যান তথা নোয়াপাড়া বিধায়ক সুনীল সিং ১২ জন কাউন্সিলরকে নিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। ফলস্বরূপ পুরসভাতেও পরিবর্তন হয়েছিল। রাতারাতি বিজেপির পুরসভা হয়েছিল গাড়ুলিয়া।

অনাস্থা ভোটের আগেই হার মেনে

অনাস্থা ভোটের আগেই হার মেনে

এরপর অবশ্য গারুলিয়া পুরসভায় অনাস্থা ভোটের আগেই হার মেনে নিয়ে সুনীল সিংকে পদ খোয়াতে হয়। এখন তৃণমূলের দখলে গারুলিয়া পুরসভা। রাজনৈতিক মহলের অভিমত, সুনীল সিং এখন অর্জুন সিংয়ের সঙ্গ ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছেন। সেই জল্পনা উসকে দিল শুক্রবারের বিধানসভা।

তৃণমূলের অন্দরে কানাঘুষো

তৃণমূলের অন্দরে কানাঘুষো

জ্যোতিপ্রিয় মল্লিক কক্ষের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন নোয়াপাড়ার বিধায়ক। তৃণমূলের অন্দরে এই কানাঘুষো শুরু হলেও, বিজেপি বিধায়ক সুনীল সিং বলেন, মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তৃণমূলে যোগ দিতে যাবো কেন? হয়তো উল্টোটাও ঘটতে পারে!

English summary
Speculation is growing that BJP MLA Sunil Singh waits to join in Trinamool Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X