For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়ায় 'নতুনে'র বার্তা! বাবুলের পর এবার কি একই পথে আসানসোলের অপর প্রভাবশালী, জল্পনা তুঙ্গে

দলবদলে কাঁপছে বিজেপি (bjp)। বিজেপি নেতারা যতই বলুন না কেন, কোনও কিছুই হবে না, দলবদলে কোনও প্রভাব পড়বে না, সেই দল থেকেই প্রতিদিনই কোনও না কোনও প্রভাবশালীকে নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। বাবুল সুপ্রিয় (babul supriyo) শনি

  • |
Google Oneindia Bengali News

দলবদলে কাঁপছে বিজেপি (bjp)। বিজেপি নেতারা যতই বলুন না কেন, কোনও কিছুই হবে না, দলবদলে কোনও প্রভাব পড়বে না, সেই দল থেকেই প্রতিদিনই কোনও না কোনও প্রভাবশালীকে নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। বাবুল সুপ্রিয় (babul supriyo) শনিবার দলবদল করেছেন বিজেপির প্রথম একাদশে জায়গা না পেয়ে। আবার অনেকেই নির্বাচনে হেরে সাইডলাইনে বসে রয়েছেন। তা সে আসানসোল (asansol) হোক কিংবা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই একই পরিস্থিতি।

বাবুলদার সিদ্ধান্ত রাজনৈতিক

বাবুলদার সিদ্ধান্ত রাজনৈতিক

বাবুল সুপ্রিয় যখন নিজেই জানাচ্ছেন, তাঁর দলবদলের কারণ আর বলছেন, তৃণমূলে প্রথম একাদশে থাকার আশ্বাসেই তিনি সেখানে যোগ দিয়েছেন, সেই পরিস্থিতিতে আসানসোলের দলবদলকে রাজনৈতিক বলেই মন্তব্য করেছেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। তিনি আরও বলেছএন, বাবুল সুপ্রিয় কোন দলে থাকবেন, সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।

রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না

রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না

জিতেন্দ্র তিওয়ারি ভোটের আগে ২ মার্চ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়েও একপ্রস্থ নাটক তৈরি হয়েছিল। বাবুল সুপ্রিয়র বাধায় প্রথমে বিজেপিতে যোগ দিতে না পারলেও, পরে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের কাছে পরাজিত হন। সেই জিতেন্দ্র তিওয়ারি বলছেন রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না।

বদলে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ছবি

বদলে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ছবি

যেখানে বিজেপিতে যোগ দেওয়ার পরে জিতেন্দ্র তিওয়ারির ফেসবুক প্রোফাইলে তাঁর নিজের ছাড়াও, মোদী-শাহ-নাড্ডাদের ছবি থাকত, এখন সেখানে নেই সেই ছবি এমন কী বিজেপির কোনও পতাকার ছবিও নেই সেখানে। জিতেন্দ্র তিওয়ারির এই বদলে যাওয়া অবস্থান নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর একাধিক নতুন পোস্ট নিয়েও জল্পনা তৈরি হয়েছে। বাবুল সুপ্রিয় বদলবদলের পর করা কোনও পোস্টে জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, যাঁরা ইতিহাসকে রহস্যে রূপান্তর করার চেষ্টা করছেন, তাঁদের থেকে সাবধান। আবার কোনও পোস্টে তিনি বলেছেন, একই আখড়ায় কুস্তি চলতে থাকে, তাই কুস্তিগিররাও ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে।

বিজেপিতে নিষ্ক্রিয় জিতেন্দ্র তিওয়ারি

বিজেপিতে নিষ্ক্রিয় জিতেন্দ্র তিওয়ারি

বিধানসভা নির্বাচনে হারার পর থেকে জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপির কর্মসূচিতে বিশেষভাবে দেখা যায়নি। ববং তাঁকে দেখা গিয়েছে কলকাতা হাইকোর্টে। দিন দশেক আগে তাঁকে দেখা গিয়েছিল তৃণমূলপন্থী বুদ্ধিজীবী শুভাপ্রসন্নর আর্ট গ্যালারিতে। সেই ছবি জিতেন্দ্র তিওয়ারি নিজেই সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছিলেন। সূত্রের খবর অনুযায়ী এই মাসে তাঁর আসানসোলে ফিরে যাওয়ার কোনও খবর নেই। তবে কি জিতেন্দ্র তিওয়ারি নিজের পুরনো দলে ফিরতে চলেছেন, সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।

(ছবি সৌজন্য: ফেসবুক)

Post Office Scheme: ১৫০০ টাকা বিনিয়োগে পাওয়া যেতে পারে ৩৫ লক্ষ টাকা পর্যন্তPost Office Scheme: ১৫০০ টাকা বিনিয়োগে পাওয়া যেতে পারে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত

English summary
As there is no fullstop in politics said by Jitendra Tiwari, speculation arises on him as he changes his FB pictures.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X