For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুল সুপ্রিয়র শপথ জট কাটল অবশেষে, কোন সমীকরণে মিলল সমধান সূত্র

বাবুল সুপ্রিয়র শপথ জট কাটল অবশেষে, কোন সমীকরণে মিলল সমধান সূত্র

Google Oneindia Bengali News

বালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচিত বাবুল সুপ্রিয়ের শপথ জট কাটল অবশেষে। বিধায়ক হিসেবে তিনি শপথ নেবেন বুধবার বেলা ১২টা নাগাদ। রাজ্য ও রাজ্যপাল সংঘাতে এতদিন আটকে ছিল তাঁর শপথ। শেষ বিধানসভার স্পিকার নমনীয় হওয়ায় মিলল সমাধান সূত্র। স্পিকারের অনুরোধে শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকারই।

বাবুল সুপ্রিয়র শপথ জট কাটল অবশেষে, কোন সমীকরণে মিলল সমধান সূত্র

বাবুলের শপথ গ্রহণকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছিল রাজ্যপালের নির্দেশকে কেন্দ্র করে। এতদিন রাজ্য ও রাজ্যপাল কেউ একচুলও সরেননি তাদের অবস্থান থেকে। ফলে ১৬ এপ্রিল ফল প্রকাশ হলেও এতদিন বাবুলের শপথ গ্রহণ আটকে ছিল। রাজ্যপালকে সহানুভূতির সঙ্গে বিবেচনার আর্জি জানিয়েও লাভ হয়নি। শেষে স্পিকারের অনুরোধে ডেপুটি স্পিকার রাজি হওয়ায় বাবুলের শপথ গ্রহণ অবশেষে হচ্ছে বুধবার।

বিধানসভায় নির্বাচিত হওয়ার ২৪ দিন পর বাবুল সুপ্রিয় শপথ নেবেন। বুধবার বাবুলের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বিধানসভায়। গত মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেচিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই বৈঠকও ফলপ্রসূ হয়নি। নিস্ফলা বৈঠকের পর রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডেপুটি স্পিকার প্রস্তাব ফেরালেই রাজ্যপালকে নতুন করে চিঠি লেখা হবে। রাজ্যপালকে অনুরোধ করা হবে বিষয়টি আরও একবার সহানুভূতির সঙ্গে বিবেচনার করার জন্য।

কিন্তু সেই পথে আর হাঁটেনি রাজ্য। বাবুলের শপথ গ্রহণ নিয়ে নমনীয় মনোভাবই দেখিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের পরিবর্তে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দেওয়ায়, তিনি গররাজি ছিলেন। শেষপর্যন্ত স্পিকার রাজি করান ডেপুটি স্পিকারকে। ফলে বুধবার ডেপুটি স্পিকারই শপথ বাক্য পাঠ করাবেন বাবুল সুপ্রিয়কে।

বালিগঞ্জ বিধানসভার ফল ঘোষণার পর তিন সপ্তাহ পর বিধায়ক হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাবুল সুপ্রিয়। রাজ্যপাল টালবাহানার পর অনুমতি দিলেও তা আটকে যায় নয়া বিতর্কে। রাজ্যপাল স্পিকারের পরিবর্তে ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের দায়িত্ব দেওয়াতেই জট পাকায় বিষয়টি। রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের দায়িত্ব দেওয়ার পর বাবুলের শপথ গ্রহণকে ঘিরে আসরে নামেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায় প্রথমে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। তারপর পার্থবাবু রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। তারপরও রাজ্যপাল তাঁর সিদ্ধান্ত অনড় থাকেন। রাজ্যপাল সাফ জানিয়ে দেন, ভারতের সংবিধান মোতাবেক আমার ক্ষমতার সীমা লঙ্ঘন না করেই আমি ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণের দায়িত্ব দিয়েছি। তাঁর কাছ থেকেই ১৬১ নম্বর বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বাবুল সুপ্রিয় শপথগ্রহণ করতে হবে। সেইমতোই শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে বুধবার।

English summary
Speaker of Assembly Biman Banerjee clears the way of Babul Supriyo’s swearing ceremony
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X