For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দিদিকে বলো'তে অনুপ্রাণিত পুলিশ সুপার! নিজের জেলায় নতুন ধাঁচে শুরু করলেন জনসংযোগ

দিদিকে বলো কর্মসূচিতে অনুপ্রাণিত পুরুলিয়ার পুলিশ সুপার। এবার কার্যত সেই কর্মসূচিকে অনুসরণ করেই পুরুলিয়া এসপিকে বলো কর্মসূচি গ্রহণ করেছেন তিনি

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো কর্মসূচিতে অনুপ্রাণিত পুরুলিয়ার পুলিশ সুপার। এবার কার্যত সেই কর্মসূচিকে অনুসরণ করেই পুরুলিয়া এসপিকে বলো কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। নতুন ধাঁচের জনসংযোগে সাধারণ মানুষের উপকার হবে বলেই মনে করছেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগন।

হোয়াটসঅ্যাপ বার্তায় যোগাযোগ

হোয়াটসঅ্যাপ বার্তায় যোগাযোগ

এসপিকে বলো কর্মসূচিতে অবশ্য সরাসরি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা যাবে না। অভিযোগ জানাতে হবে হোয়াটসঅ্যাপে। অবশ্য সেই বার্তা নিজে দেখবেন পুরুলিয়ার পুলিশ সুপার। তিনিই সমাধানের উপায় বের করবেন। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল- 8967177666।

সমস্ত থানায় প্রচারের সিদ্ধান্ত

সমস্ত থানায় প্রচারের সিদ্ধান্ত

১৯ নভেম্বর থেকে পুরুলিয়ায় এসপি হোয়াটসঅ্যাপ চালু হয়েছে। কিন্তু তা প্রচারের অভাবে পৌঁছয়নি সাধারণ মানুষের কাছে। সিদ্ধান্ত হয়েছে পুরুলিয়া পুলিশের তরফে সমস্ত থানায় প্রচার করা হবে।

বেআইনি মদ বিক্রি আর ট্রাফিক সমস্যা সরাসরি পুলিশ সুপারের কাছে

বেআইনি মদ বিক্রি আর ট্রাফিক সমস্যা সরাসরি পুলিশ সুপারের কাছে

জেলায় চলা বেআইনি মদ বিক্রিই হোক কিংবা ট্রাফিক সমস্যা, সরাসরি চলে যাচ্ছে পুলিশ সুপারের কাছে। থাকছে পারিবারিক সমস্যার কথাও। সূত্রের খবর অনুযায়ী, অনেক ক্ষেত্রেই থানার যএাগসাজসে বেআইনি মদ বিক্রি চলে। এবার বিভিন্ন থাা বিষয়টি নিয়ে চাপে পড়ে যাচ্ছে।

সমস্যা মেটানো হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত

সমস্যা মেটানো হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত

সূত্রের খবর অনুযায়ী, ৩০ নভেম্বর পর্যন্ত এসপির হোয়াটসঅ্যাপে ৩০ টি অভিযোগ এসেছে। যার সবই মিটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে পুরুলিয়া পুলিশের তরফে।
অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার।

English summary
SP of Purulia is inspired by Didike Bolo, started SP k Bolo in his district
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X