'মমতা বিভ্রান্তির শিকার', শোভন-বৈশাখীর ঝাঁঝালো টার্গেটে 'দিদি'র নন্দীগ্রাম থেকে লড়ার বার্তা
'যে কোনও বিজেপি প্রার্থী ,মমতার বিরুদ্ধে লড়তে প্রস্তুত' কার্যত এই বার্তা দিয়ে এদিন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম থেকে প্রার্থী হিসাবে লড়াইয়ের বার্তাকে কটাক্ষ করেন মুকুল রায়। এদিকে , ওই একইভাবে প্রাক্তন দলের সুপ্রিমোকে টার্গেটে রেখে আক্রমণ শানান শোভন চট্টোপাধ্যায় থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়রা।


বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বার্তা
'বিজেপি মাঠে নামতেই মমতা মেজ বোন খুঁজে নিয়েছেন। আজ বিষ্ণপুরে আমরা যাচ্ছি। এরপর অভিষেক তাঁর ছোট ভাইদের খোঁজা শুরু করে দেবেন।' ঠিক এই বক্তব্য দিয়ে শুরু করে কার্যত তৃণমূলকে ধারালো বার্তায় বেঁধেন বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ত্যাগীরা বিজেপিতে এসেছেন। আর লোভী ভোগীদের নিয়ে ভুগছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় দিবাস্বপ্ন দেখছেন বলেও মন্তব্য করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সাফ বার্তায় বৈশাখী বলেন, মমতার হারের শুরু এখন থেকেই।

শোভন চট্টোপাধ্যায়ের তোপ
এদিকে, সুর চড়া করে আক্রমণ শানান এককালে মমতার ভরসাযোগ্য সৈনিক তথা বর্তমানে বিপক্ষ বিজেপির নেতা শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তির শিকার। মানুষ পাশে নেই তাঁর। মমতার বক্তব্য থেকেই তা স্পষ্ট। মমতা চাইলেই বলতে পারতেন, সিঙ্গুর থেকে দাঁড়াবেন। হারার ভয়ে দু' জায়গা থেকে তিনি দাঁড়াচ্ছেন বলে মন্তব্য করেন শোভন।

মমতার সঙ্গে লড়তে বিজেপি প্রার্থীরা প্রস্তুত!
এদিকে, মুকুল রায় একের পর এক তোপ দেগেছেন মমতার বিরুদ্ধে। তিনি সাফ জানান যে নন্দীগ্রাম থেকে সবচেয়ে বেশি লাভ পেয়েছেন মমতা। আর তিনি কোথা থেকে প্রার্থী হবেন, তা নিয়ে বিজেপি চিন্তিত নয়। মুকুল রায় বলেন , মমতা যেখানে দাঁড়াবেন, সেখানেই তাঁর সঙ্গে লড়তে প্রস্তুত বিজেপি প্রার্থীরা।

মমতার বার্তা
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের মাটির হাইভোল্টেজ সভা থেকে সাফ দাবি করেন যে তিনি পারলে দু'জায়গা থেকে লড়বেন।কারণ তাঁর কাছে মেজবোন নন্দীগ্রাম আর বড়বোন ভবানীপুর। আর তৃণমূল সুপ্রিমোর এমন বার্তায় তোলপাড় রাজ্য রাজনীতি।
নন্দীগ্রাম আন্দোলনে কাদের অবদান! শুভেন্দুকে 'বিশেষ' দলে রেখেই ব্যাখ্যা মমতার