For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে ১ কোটির বেশি কর্মসংস্থান, দাবি মন্ত্রী শোভনদেবের

রাজ্যে ১ কোটির বেশি কর্মসংস্থান, দাবি মন্ত্রী শোভনদেবের

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

'এক কোটি মানুষের বেশি কর্মসংস্থান হয়েছে এই রাজ্যে। তৃণমূল ভবন থেকে রাজ্যে কর্মসংস্থানের ছবি তুলে ধরে জানালেন রাজ্যের বিদুত্‍মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বাম আমলের তুলনায় রাজ্য এখন বিদ্যুৎ উৎপাদনে যে অনেক স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ, সে কথা বললেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

রাজ্যে ১ কোটির বেশি কর্মসংস্থান, দাবি মন্ত্রী শোভনদেবের

তথ্য পরিসংখ্যান দিয়ে শোভনবাবু জানালেন, ১০০ শতাংশ গ্রামে বিদ্যুতের কথা। আগে যেখানে রাজ্যে ৩০০-র বেশি লো 'ভোল্টেজ পকেট' ছিল, এখন সেখানে সেই সংখ্যাটা ২০-তে এসে ঠেকেছে। সৌরবিদ্যুতেও বাংলা অনেক এগিয়ে বলে দাবি করেন মন্ত্রী। রাজ্যে অচিরেই যে সৌরবিদ্যুৎ প্রকল্প শুরু হতে চলেছে, তার সৌজন্যে গোটা পূর্বাঞ্চলে সৌরবিদ্যুৎ উৎপাদনে বেশ ভাল জায়গায় থাকবে বাংলা, এ কথাও মনে করিয়ে দেশে যেখানে বেকারত্ব বাড়ছে সেখানে রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে' বলেও দাবি করেন তিনি।

পাশাপাশি রাজ্যে কর্মসংস্থানের ক্ষেত্রে তিনি আরও বলেন, 'সিলিকন ভ্যালিতে যা কর্মসংস্থান হবে তা হায়দরাবাদ, ব্যাঙ্গালুরুকেও ছাড়িয়ে যাবে বলে তার ধারনা'। পাশাপাশি বিভিন্ন আইটি হাবের কর্মসংস্থানের হিসেবও এই সাংবাদিক বৈঠকে তুলে ধরেন শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়া, 'গতিধারা প্রকল্পে ২৮ হাজারেরও বেশি যুবক যুবতীদের গাড়ি দেওয়া হয়েছে স্ব উপার্জনের জন্য' বলেও জানান তিনি।
অন্যদিকে, '৬ লক্ষ যুবকযুবতীদের স্বনির্ভর হওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে' বলেও জানান বিদুত্‍মন্ত্রী। এছাড়া, 'ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি শিল্পে রাজ্য এগিয়ে রয়েছে' বলেও মন্তব্য করেন তিনি। 'ভারতবর্ষে রাজ্য একনম্বরে রয়েছে'। বলেও জানান তিনি। অন্যদিকে, 'তাজপুরে সমুদ্র বন্দরে ২৫ হাজার কর্মসংস্থানের' কথা জানান মন্ত্রী।পাশাপাশি, কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে বিদুত্‍মন্ত্রী বলেন, বিভিন্ন রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে বিক্রি করে দিচ্ছে বিজেপি। ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছে বিজেপি।

পাশাপাশি এয়ার ইন্ডিয়া, বিএসএনএল, সহ লাভজনক সংস্থা বিক্রি করছে বিজেপি। বলেও তোপ দাগেন শোভনদেব চট্টোপাধ্যায়। পাশাপাশি, রেলের ৪০০ স্টেশনকে বেসরকারিকরন করারও অভিযোগ আনেন তিনি। এছাড়া এদিন সাংবাদিক বৈঠক থেকে 'সোলার সিস্টেমে ১৩০ মেগাওয়াট বিদ্যুত্‍ উত্‍পাদন করেছে রাজ্য' বলেও জানান বিদ্যুত্‍মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পাশাপাশি, '২৩ জেলার ১০০ শতাংশ বিদ্যুত্‍ দেওয়া হচ্ছে' বলেও জানান তিনি। 'তৃণমূলের আমলে বেড়েছে সাব স্টেশন' বলেও জানান বিদ্যুত্‍মন্ত্রী। এছাড়া, 'বিভিন্ন স্কুল কলেজে ১৫০০ বেশি সোলার বিদ্যুত্‍ দেওয়ার' কথাও জানান তিনি। পাশাপাশি 'পুরুলিয়া ১০০০ মেগাওয়াটের নতুন প্রকল্পের' কথাও জানান বিদ্যুত্‍মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

বিরল প্রজাতির ডলফিন উদ্ধার সুন্দরবনেবিরল প্রজাতির ডলফিন উদ্ধার সুন্দরবনে

English summary
Sovandeb Chattopadhyay speaks about the employment in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X