For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভন রাস্তার ভবঘুরেদের ভোটও পেত না! রত্নার পাশে দাঁড়িয়ে বললেন শোভনের দাদা

শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পূর্বে এবার প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। মঙ্গলবার তিনি এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন।

Google Oneindia Bengali News

শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পূর্বে এবার প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। মঙ্গলবার তিনি এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন। তাঁর এই লড়াইয়ে তিনি স্বামীকে পাশে না পেলেও পেলেন স্বামীর দাদাকে। বরাবর শোভন-অগ্রজ চন্দন চট্টোপাধ্যায় মনোনয়নের সময় পাশে থাকতেন ভাইয়ের, এবার থাকলেন ভ্রাতৃবধূর।

শোভনকে দাঁড় করালে রাস্তার ভবঘুরেরাও ভোট দিতেন না

শোভনকে দাঁড় করালে রাস্তার ভবঘুরেরাও ভোট দিতেন না

রত্না চট্টোপাধ্যায় এদিনে মনোনয়ন জমা দিতে যান আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলায় নয়া প্রশাসনিক ভবনে। সেখানে ভ্রাতৃবধূর পাশে দেখা যায় চন্দনকে। তিনি এদিন শোভনকে একহাত নিয়ে বলেন, এই কেন্দ্র থেকে শোভনকে দাঁড় করালে রাস্তার ভবঘুরেরাও ভোট দিতেন না। ভালো হয়েছে, শোভন ভোটে দাঁড়াননি।

শোভন চট্টোপাধ্যায় ব্যাকফুটে পড়ে গেলেন

শোভন চট্টোপাধ্যায় ব্যাকফুটে পড়ে গেলেন

চন্দন চট্টোপাধ্যায় এদিন রত্নার হয়ে সওয়াল করে বলেন, এবার ভোটে জিতবে রত্নাই। রত্না আমাদের বাড়ির বউ হিসেবে নয়, রত্না জিতবে তৃণমূলের প্রার্থী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে। শোভনের দাদার এই সওয়ালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শোভন চট্টোপাধ্যায় তাই ব্যাকফুটে পড়ে গেলেন। যদিও তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে।

রাজা-রানির গল্প শোনালেন ছেলে সপ্তর্ষি

রাজা-রানির গল্প শোনালেন ছেলে সপ্তর্ষি

একা চন্দন চট্টোপাধ্যায় নন, এদিন রত্না চট্টোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছেন ছেলে সপ্তর্ষিও। শোভন-তনয় সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, আমরা ইতিহাসে রাজা-রানির গল্প পড়েছি। চার বছর ধরে রানির লড়াইটাও দেখেছি। রাজা রণেভঙ্গ দিয়ে পালিয়ে গিয়েছেন। রানি রাস্তায় নেমে লড়াই করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাকে জানেন, তাই তাঁকে গুরুদায়িত্ব দিয়েছেন।

বাবা-মেয়ের লড়াই বিজেপির বিরুদ্ধে

বাবা-মেয়ের লড়াই বিজেপির বিরুদ্ধে

রত্না ছাড়াও এদিন আলিপুরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, জাভেদ খান, দুলাল দাস, অশোক দেবরা। তৃণমূল সমর্থকরা এদিন খেলা হবে স্লোগান ও গানের মাধ্যমে প্রার্থীদের মনোনয়নে অংশ নেন। এদিন মনোনয়ন শেষে রত্নার বাবার দুলাল দাস বলেন, এবার বাবা-মেয়ের লড়াই বিজেপির বিরুদ্ধে। খেলা হবে।

English summary
Sovan’s elder brother plea for Ratna Chatterjee as TMC candidate of Behala east.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X