For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরাপত্তার সমস্ত বর্ম খসে পড়ল শোভনের গা থেকে! বিজেপিতে যেতেই কি এই সিদ্ধান্ত

বিজেপিতে যোগ দেওয়ার পরই শোভন চট্টোলপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হল। মন্ত্রিত্ব ও মেয়র পদ চলে যাওয়ার পর শুধুমাত্র বিধায়ক হিসেবে নিরাপত্তা পেতেন শোভন।

Google Oneindia Bengali News

বিজেপিতে যোগ দেওয়ার পরই শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হল। মন্ত্রিত্ব ও মেয়র পদ চলে যাওয়ার পর শুধুমাত্র বিধায়ক হিসেবে নিরাপত্তা পেতেন শোভন। এখন সেই নিরাপত্তাটুকুও প্রত্যাহার করে নেওয়া হল রাজ্য প্রশাসনের তরফে। এরপরই কালবিলম্ব না করে নিরাপত্তারক্ষীদের চলে যেতে বলেন তিনি।

নিরাপত্তার সমস্ত বর্ম খসে পড়ল শোভনের গা থেকে

শোভন চট্টোপাধ্যায় মন্ত্রী ও মেয়র থাকাকালীন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। আর মন্ত্রিত্ব চলে যাওয়ার পর পেতেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। সে সব এখন অতীত। এখন সাধারণ বিধায়ক হিসেবে যে নিরাপত্তা পেতেন সেটুকুও চলে গেল। ইতিমধ্যে নবান্নের তরফে তা জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে।

রাজ্য সরকারের এহেন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে গোয়েন্দা মহলেই। কারণ মেয়র ও মন্ত্রী থাকাকালীন তিনি প্রাণনাশের হুমকি পেয়েছিলেন পাচ্ছেন বলে জানান। তারপরই তাঁর নিরাপত্তা বাড়িয়ে জেড প্লাস করা হয়। আর তিনি সমস্ত পদ ছেড়ে বিজেপিতে যোগ দিতেই খসে পড়ল তাঁর সুরক্ষার বর্ম।

প্রোমোটার ও জমি মাফিয়াদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন তিনি, এই গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করেই তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। এই ক-মাসের মধ্যে তা পরিবর্তন হয়নি। তবে কেন রাজ্য সরকার রাতারাতি তাঁর নিরাপত্তার বজ্র আঁটুনি আলগা করে দিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিকল্প ভাবনা শুরু করেছে।

English summary
Sovan Chatterjee will not get any type of security from State government. State decides this after his BJP joining.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X