For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্রেফ ভালো কর্মী হতে চান শোভন, চান কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই

তৃণমূলের সঙ্গে ২২ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। পেয়েছেন আট মাসের যন্ত্রণার মুক্তি। আন্তরিকতার ডাকে সাড়া দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের সঙ্গে ২২ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। পেয়েছেন আট মাসের যন্ত্রণার মুক্তি। আন্তরিকতার ডাকে সাড়া দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার বিজেপির রাজ্য দফতরে সংবর্ধনা নিয়ে শোভন চট্টোপাধ্যায় বললেন, তিনি শুধু ভালো কর্মী হতে চান, নেতা হওয়ার অভীপ্সা নেই তাঁর।

শুধু ভালো কর্মী হতে চাই

শুধু ভালো কর্মী হতে চাই

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছ থেকে সংবর্ধনা নিয়ে শোভন বলেন, দল আমাকে যে দায়িত্ব দেবে আমি মাথা পেতে নেব। আমি একজন ভালো কর্মী হতে চাই। কর্মী হয়ে বাংলার মানুষকে তৃণমূলের সন্ত্রাসের হাত থেকে বাঁচাতে চাই। বাংলার মানুষ তৃণমূলকে তাদের ঠিকাদার ভেবেছিল। কিন্তু বাংলার মানুষের সেই আস্থা রাখতে পারেনি তৃণমূল। তাই তাঁদের বিদায় করে দিতে হবে।

একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই

একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই

দিলীপ ঘোষকে পাশে নিয়ে শোভন এদিন বলেন, নারদকাণ্ডে আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। অনেক খারাপ সময় গিয়েছে। সেইসব খারাপ সময়ে বৈশাখী আমার পাশে দাঁড়িয়েছে। বৈশাখী আমার বিপদের বন্ধু। কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়ে প্রতিকূলতা দূর করেছে। আজ আমরা বিজেপিতে, সকলে মিলে একসঙ্গে লড়ব।

বাম আমলকেও হারমানায় তৃণমূলী সন্ত্রাস

বাম আমলকেও হারমানায় তৃণমূলী সন্ত্রাস

এদিন তৃণমূলকে একহাত নিয়ে শোভন চট্টোপাধ্যায় বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময়ই তৃণমূলের লাগামহীন সন্ত্রাসের সমালোচনা করেছিলেন। এদিনও করলেন। বিজেপি দফতরে বসে তিনি বলেন, বাম আমলের সন্ত্রাসকেও হার মানায় তৃণমূল সরকার। বাম জমানার চেয়েও খারাপ পরিস্থিতি।

বাঁচাতে হবে বিপন্ন রাজনীতিকে

বাঁচাতে হবে বিপন্ন রাজনীতিকে

তিনি বলেন, বাম আমলের চেয়েও বেশি সন্ত্রাসের মুখে জীবন বিপন্ন করে রাজনীতি করতে হচ্ছে আজ। বিরোধীরা আক্রান্ত। এই অবস্থায় বাংলাকে সন্ত্রাসমুক্ত করার সময় এসে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল নীতিতে দল চালাচ্ছেন। দলে তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই। তাই এই দলকে বাংলার ক্ষমতা থেকে হটাতে হবে।

[আরও পড়ুন: যন্ত্রণায় কেটেছে ৮ মাস, স্বস্তির নিঃশ্বাস পেয়েছিলাম দিলীপদার ফোনে, অকপট শোভন][আরও পড়ুন: যন্ত্রণায় কেটেছে ৮ মাস, স্বস্তির নিঃশ্বাস পেয়েছিলাম দিলীপদার ফোনে, অকপট শোভন]

English summary
Sovan Chatterjee wants to be only a worker in BJP. He does not want again a leader. He says to take facilitation of State BJP. Sovan and Baishakhi are facilitated by State BJP leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X