For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতেই শোভন থাকছেন! চূড়ান্ত জল্পনার মাঝে পদ্ম-ঘরে কোন হাওয়া

বিজেপিতেই শোভন থাকছেন! চূড়ান্ত জল্পনার মাঝে পদ্ম-ঘরে কোন হাওয়া

  • |
Google Oneindia Bengali News

শোভন চট্টোপাধ্যায় আদৌ কোন দিকে যাবেন? ২১ জুলাইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় জানিয়েছিলেন , যাঁরা ভুল করে দল ছেড়েছে তাঁদের দল আগলে নিতে কিছু ক্ষেত্রে রাজি। এরপর মুকুল রায়কে নিয়ে জল্পনা চড়লেও, পরবর্তীকালে শোভন চট্টোপাধ্যায় খবরের শিরোনাম কেড়েছেন। এরপরই মেনন-শোভন হাইভোল্টেজ বৈঠক।

 গেরুয়া ঘরে কোন হাওয়া

গেরুয়া ঘরে কোন হাওয়া

জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে কলকাতায় শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান অরবিন্দ মেনন। তিনি সেখানে বৈঠক করে ঘনিষ্ঠ মহলকে জানিয়েছেন বিজেপির পক্ষে এই বৈঠক ইতিবাচক ছিল।

 কর্মীদের আশ্বাস

কর্মীদের আশ্বাস

শোনা যাচ্ছে, বিজেপির অন্দরমহলে কর্মীরা আশ্বস্ত হয়েছেন যে শোভন চট্টোপাধ্যায় দল ছাড়ছেন না। তিনি যে বিজেপিতেইন থাকছেন ,সে বিষয়ে ইঙ্গিত খানিকটা স্পষ্ট হয়েছে নিচু তলার কর্মীদের কাছে।

 কেন শোভনকে ঘিরে জল্পনা?

কেন শোভনকে ঘিরে জল্পনা?

বিজেপিতে যোগ দেওয়ার শুরু থেকেই যেন তাল কেটেছিল শোভন বৈশাখীর জন্য। প্রথমে বৈশাখী একাধিক মন কষাকষির ইঙ্গিত দিতে থাকেন বিজেপি শিবিরকে নিয়ে। এরপর তাঁর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ অন্যদিকে, শোভ চট্টোপাধ্যায়ের মমতার বাড়িতে ফোঁটা নিতে যাওয়ার মতো ঘটনা বাংলার রজনীতিতে নজর কেড়েছে।

 বিজেপির কর্মসূচি ও শোভন

বিজেপির কর্মসূচি ও শোভন

উল্লেখ্য, যোগ দেওয়ার পরও বিজেপির একাধিক কর্মসূচির মঞ্চে শোভন চট্টোপাধ্যায়কে পাওয়া যায়নি। বাংলার পোড় খাওয়া রাজনীতিবিদকে ঘিরে বিজেপি অস্বস্তিতে পড়তে থাকে তারপর থেকেই। এদিকে, তৃণমূল রত্নাকে সাংগঠনিক ক্ষেত্র থেকে কয়েকটি ক্ষেত্রে অব্যহতি দিয়ে শোভনের রাস্তা পরিষ্কার করতেই, সেই সেই দানে উল্টো চাল দেয় বিজেপি। এরপরের উত্তর সময়ের হাতে তোলা।

শোভন-বরফ গলাতে পারল কি বিজেপি! মেননের বৈঠকের পর গেরুয়া শিবিরের অন্দরে কোন গুঞ্জন শুরু শোভন-বরফ গলাতে পারল কি বিজেপি! মেননের বৈঠকের পর গেরুয়া শিবিরের অন্দরে কোন গুঞ্জন শুরু

English summary
Sovan Chatterjee to remain in BJP , assurance comes from bengal Saffron camp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X