For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ওই ইস্তফা দিয়েছে', শোভনের দাবি উড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রী মমতা জানান, আগেই তিন-চারবার ইস্তফা দিতে চেয়েছিল শোভন। ও নিজে ইস্তফা দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিকেলে সাংবাদিক বৈঠকে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন যে তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছিল। বুধবার ছুটি থাকায় এদিন বৃহস্পতিবার তিনি ইস্তফাপত্র পুরসভায় পাঠিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে তা গৃহীত হয়।

ওই ইস্তফা দিয়েছে, শোভনের দাবি উড়িয়ে জানালেন মুখ্যমন্ত্রী

একইসঙ্গে এটা ঠিক হয়ে যায় যে, শোভন চট্টোপাধ্যায়ের এই মুহূর্তে তৃণমূলের বিধায়ক ও কাউন্সিলর ছাড়া আর কোনও পরিচয় নেই দলে। সাংবাদিক বৈঠকে শোভন জানান, তিনি দলের কর্মী। দল যা বলবে সেটাই করবেন। এদিনও ইস্তফা চাওয়া হয়েছিল বলে তিনি পদত্যাগ করেছেন।

এদিকে আলিপুরে কাউন্সিলরদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের নাম মেয়র হিসাবে ঘোষণা করে দেন। জানান, আগেই তিন-চারবার ইস্তফা দিতে চেয়েছিল শোভন। ও নিজে ইস্তফা দিয়েছে। তবে কোনও ঝগড়াঝাঁটি হয়নি। এদিন ইস্তফা দেওয়ার পরে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদের কথা বলান মমতা।

আলাদা করে শোভনকে নিয়ে বেশি কিছু বলতে চাননি মমতা। পুরসভার কাজে সকলকে ফোকাস করতে বলেন। আরও ভালোভাবে কাজ করার পরামর্শ দেন। যাদবপুর, টালিগঞ্জের মতো কিছু জায়গায় জলের সমস্যা রয়েছে। সকলে মিলে পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলেন দলনেত্রী।

তবে একইসঙ্গে শোভনের সঙ্গে তাঁর ও দলের দূরত্ব যে আরও চওড়া হয়েছে তা প্রকারান্তরে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ব্যক্তিগত কোন্দলে আটকে পড়া শোভন সরকারি পদে থাকায় দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই এতদিন অপেক্ষা করেও শেষ অবধি সিদ্ধান্ত নিতে হল দলনেত্রীকে। প্রিয় কাননকে সরতেই হল দিদির নির্দেশে। যদিও শোভনের এই দাবি মানেননি মুখ্যমন্ত্রী।

English summary
Sovan Chatterjee himself has given resignation, clears CM Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X