For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুলের মতো শোভনও কি থাকবেন পদহীন! জল্পনার পারদ চড়ছে বিজেপির অন্দরমহলেও

মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন দু-বছর হতে চলল। এখনও তিনি পদহীন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কানন ওরফে শোভন চট্টোপাধ্যায় সবান্ধবে যোগ দিয়েছেন বিজেপিতে।

Google Oneindia Bengali News

মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন দু-বছর হতে চলল। এখনও তিনি পদহীন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কানন ওরফে শোভন চট্টোপাধ্যায় সবান্ধবে যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি কি পদ পাবেন, তা নিয়েই শুরু হয়েছে চাপানউতোর। মঙ্গলবার বিজেপিতে ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে শোভন চট্টোপাধ্যায়ের। সঙ্গে বান্ধবী বৈশাখীরও।

মুকুল রায়ের মতোই দশা!

মুকুল রায়ের মতোই দশা!

দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক কেরিয়ার। মুকুল রায়ের মতোই প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন তিনি। মুকুল রায়ের মতো সেকেন্ড ইন কম্যান্ড না হলেও তিনি ছিলেন মমতার ছায়াসঙ্গী। সেই শোভন তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এখন দেখার পর বিজেপিতে গিয়ে তিনি কোনও পদ পান কি না।

কী ছিলেন, কী হবেন

কী ছিলেন, কী হবেন

তৃণমূলে তো তিনি হাজারো পদে বিভূষিত ছিলেন। কী ছিলেন না, জেলা সভাপতি থেকে শুরু করে মন্ত্রী-মেয়র আরও কত কী, গুরুত্বপূর্ণ নানা দফতর ছাড়াও নানা কমিটির মাথা শোভন চট্টোপাধ্যায়। এহেন শোভকে পদহীনই রেখে দেওয়া হয়, নাকি কলকাতা পুরসভা নির্বাচনের আগে তাঁরে পদ দিয়ে দলের বিশেষ দায়িত্ব বসানো হয়, সেদিকে তাকিয়ে রাজনৈতি মহল।

পদহীন নেতা শোভন!

পদহীন নেতা শোভন!

মঙ্গলবার আইসিসিআরে বসছে বিজেপির বৈঠক। ওই বৈঠকেই শোভনের ভাগ্য নির্ধারণ হবে। রাজনৈতিক মহলের একাংশের মুখে শোনা যাচ্ছে, শোভন আপাতত পদহীন দায়িত্ব থাকতে পারেন। তিনি সংগঠন দেখবেন দক্ষিণ শহরতলি ও দক্ষিণ ২৪ পরগনার, কিন্তু তোনও পদ থাকবে না তাঁর। পদহীন নেতা হিসেবেই থাকবেন শোভন।

যেন কোনও বার্তা না যায়

যেন কোনও বার্তা না যায়

শোভনও যদি মুকুলের মতো পদহীন রয়ে যান, তবে তা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নেতা-নেত্রীদের কাছে একটা বার্তা যাবে। তাই এই বিষয়টিও ভেবে দেখা হতে পারে। সেক্ষেত্রে শোভনকে কোনও পদে আনা হয় কি না, সেটাও দেখার। মুকুল রায় পদ না পেলেও একাধিক দায়িত্ব পেয়েছেন, নির্বাচন কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সেরকমই কোনও দায়িত্ব বর্তাতে পারে শোভনেরও।

English summary
Sovan Chatterjee can stay post-less leader in BJP like Mukul Roy. BJP will sit a meeting in ICCR to build new formation before 2021 election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X