শোভন চট্টোপাধ্যায়কে গুরুদায়িত্ব দিচ্ছেন অমিত শাহ! বৈঠক শেষে খোশ মেজাজ কীসের ইঙ্গিত
দ্বিধা-দ্বন্দ্ব ভুলে শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায় অবশেষে অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন। তবে কি শোভন এবার সক্রিয় হবেন রাজ্য রাজনীতিতে। আবারও কি শোভনকে দেখা যাবে তাঁর চেনা ময়দানে, নাকি ফের তিনি ঢুকে যাবেন অন্তরালে? তার উত্তর মিলবে অচিরেই। তার আগে শোভন-বৈশাখীকে নিয়ে ফের চর্চা চলছে অমিত-বিক্রম ছাপিয়ে।

শোভন-বৈশাখী ইস্যু¸দায়িত্ব নিলেন শাহ
বিজেপির শীর্ষসারির নেতা অমিত শাহ বাংলা সফরে এসেছেন দলের একরাশ সমস্যার আশু সমাধান করার উদ্দেশ্য নিয়ে। আর তার মধ্যে অন্যতম শোভন-বৈশাখী ইস্যু। কেননা ১৫ মাস বিজেপিতে যোগ দিয়েও তাঁরা নিষ্ক্রিয় থেকেছেন। আজ পর্যন্ত বিজেপির কোন মিটিং-মিছিলে তাঁদের উপস্থিতি চোখে পড়েনি।

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে শোভন-বৈশাখীরা বৈঠকে
এই অবস্থায় শোভন-বৈশাখীকে সল্টলেকের একটি পাঁচতারা হোটেলে ডেকে পাঠিয়েছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের ডাকে সাড়া দিয়ে সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব ভুলে শোভন-বৈশাখীরা গিয়েছেন বৈঠকে যোগ দিতে। সেখানে আধঘণ্টা তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

শোভনকে গুরুদায়িত্ব দিচ্ছেন অমিত শাহ?
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, শোভনকে সক্রিয় হয়ে দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির বিস্তারলাভ সহায়ক হতে বলা হয়েছে। কেননা এই দুটি জায়গায় শোভনের দখল রয়েছে। তিনি এর আগে এই দুই ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। আর বিজেপি এই দুই ক্ষেত্রেই কমজোরি। তাই শোভনকে কাজে লাগিয়ে এই দুই জায়গায় বিজেপি প্রভাব বিস্তার করতে চাইছে।

এবার বরফ গললেও গলতে পারে শোভনের
শোভনের মুখে যাবতীয় বক্তব্য শোনার পর অমিত শাহ বুঝিয়েই দিয়েছেন সংগঠন জোরদার করতে কী করতে হবে বিজেপিকে। আর শোভনকেও গুরুদায়িত্ব নিতে হবে বলে সাফ জানিয়েছেন অমিত শাহ। এই বৈঠকের পর খুশির হাওয়া শোভন-শিবিরেও। রাজনৈতিক মহলের ধারণা এবার বরফ গললেও গলতে পারে।

শোভন চুপ, সক্রিয় হওয়ার বার্তা বৈশাখীর
এই বৈঠকের পর শোভন সংবাদিকদের কোনও কথা না বললেও, তিনি যে খুশি, তা অকপটে বুঝিয়ে দিয়েছেন। বৈশাখী জানিয়েছেন, খুব ভালো বৈঠক হয়েছে। আমাদের প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনেছেন অমিতজি। তার ভিত্তিতেই যথেষ্ট গুরুত্ব সহকারে পরবর্তী কর্মপন্থা স্থির করে দিয়েছেন।

দুই পছন্দের নেতাকে এক ফ্রেমে ধরলেন বৈশাখী
বৈশাখী আবার এই বৈঠকের পর এক ফ্রেমে বন্দি করেছেন দুই নেতাকে। অমিত শাহ ও শোভন চট্টোপাধ্যায়ের ছবি তুলেছেন তিনি। বলেন, একই সঙ্গে আমার দুই পছন্দের নেতাকে পেয়ে ক্যামেরাবন্দি করে রাখলাম। অমিত শাহের সঙ্গে বৈঠকেই তাঁদের সক্রিয় হওয়ার দরজা খুলে গেল বলেও জানান তাঁরা।

অমিত শাহের সঙ্গে গোপন বৈঠক ফাঁস, ফেসবুক লাইভ ভাইরাল, সৌমিত্রর স্ত্রীর কীর্তিতে রুষ্ট বঙ্গ বিজেপি