For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল রায়ের প্রচারক তালিকায় নাম নেই শোভন-সব্যসাচীর, পুরভোটের আগে পারদ চড়েছে জল্পনার

মুকুলের তালিকায় নাম নেই শোভন-সব্যসাচীর, পুরভোটের আগে পারদ চড়েছে জল্পনার

Google Oneindia Bengali News

রাজ্যে পুরসভা ভোটকে মিনি বিধানসভা নির্বাচন ভেবে লড়ছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই মুকুল রায়ের নেতৃ্ত্বে ৫৭ জনের কমিটি তৈরি করে প্রচার পরিকল্পনা তৈরি করে ফেলেছে বিজেপি। কিন্তু ৫৭ জনের এই দীর্ঘ তালিকায় নেই শোভন চট্টোপাধ্যায় বা সব্যসাচী দত্তের নাম। দুই প্রাক্তন মেয়রকে ঘটা করে দলে নিলেও কমিটিতে স্থান দেওয়া হল না কেন, তা নিয়ে প্রশ্ন উঠে পড়ল।

শোভন-সব্যসাচী কেন নেই কমিটিতে

শোভন-সব্যসাচী কেন নেই কমিটিতে

পুরসভা নির্বাচনে আগেভাগে ময়দানে নেমে পড়লেও বিজেপি এখনও কোনও মুখ খুঁজে পায়নি। তাই মেয়র প্রজেক্ট না করেই কলকাতা পুরসভায় লড়বে তারা। অন্য পুরসভাগুলিতেও মেয়র প্রজেক্ট করা হবে না কাউকে। কিন্তু শোভন-সব্যসাচীকে কেন কমিটিতে রাখা হল না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে জোর।

শোভনের অবস্থান নিয়ে ধন্দ, কিন্তু...

শোভনের অবস্থান নিয়ে ধন্দ, কিন্তু...

শোভন চট্টোপাধ্যায়ের অবস্থান নিয়ে না হয় ধন্দ রয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি কোনওদিনই দলের মঞ্চে আসেননি। মাঝে তো তাঁর তৃণমূলে ফিরে যাওয়ার প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল। কিন্তু তিন ফেরেননি তৃণমূলে। আবার বিজেপির প্রস্তাবও মানেননি। তাঁর জন্য মেয়র পদপ্রার্থী এবং দলীয় উচ্চ পদের অফারও ছিল। কিন্তু কিছুই গায়ে মাখেননি শোভন।

সব্যসাচী দত্ত কেন নেই, তিনি তো সক্রিয়

সব্যসাচী দত্ত কেন নেই, তিনি তো সক্রিয়

কিন্তু আর এক প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত তো তেমন কোনও ইগো দেখাননি। তিনি তৃণমূলে থেকেই বিজেপির প্রতি একাগ্র ছিলেন। তারপর তিনি দলে এসেছেন। মুকুলের পাশাপাশি দিলীপ ঘোষেরও কাছাকাছি এসেছেন, সেই সব্যসাচী দত্তও নেই বিজেপির তালিকায়। তাই প্রশ্ন তো উঠবেই, উঠেছেও।

মুকুলের নেতৃত্বে পুরভোটের দায়িত্ব যাঁদের

মুকুলের নেতৃত্বে পুরভোটের দায়িত্ব যাঁদের

আর উল্লেখযোগ্যভাবে মুকুলের নেতৃত্বে পুরসভা নির্বাচন কমিটিতে রয়েছেন দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। রাহুল সিনহা ঘনিষ্ঠ রীতেশ তিওয়ারিকেও ফিরিয়ে আনা হয়েছে কমিটিতে। তাঁর প্রত্যাবর্তন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূ্র্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কেননা তঁকে দীর্ঘদিন দেখা যাচ্ছিল না বিজেপির মঞ্চে।

কেন্দ্রীয়মন্ত্রী-সহ ১৮ সাংসদও কমিটিতে

কেন্দ্রীয়মন্ত্রী-সহ ১৮ সাংসদও কমিটিতে

বিজেপির পুরসভা নির্বাচন কমিটির মাথায় মুকুলকে বসানোর পাশাপাশি তাঁর ডেপুটি করা হয়েছে সঞ্জয় সিংকে। এই কমিটিতে দিলীপ-রাহুল-রীতেশের পাশাপাশি রয়েছেন দুই কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বাবুল সুপ্রিয়-সহ ১৮ জন সাংসদ। রয়েছেন তৃণমূল থেকে আসা বিধায়ক-নেতারাও।

কমিটিতে তৃণমূলত্যাগী নেতাদের ভিড়

কমিটিতে তৃণমূলত্যাগী নেতাদের ভিড়

এই কমিটিতে রয়েছে দলত্যাগী তৃণমূল নেতারাও। মুকুল রায় তো আচেনই। রয়েছেন অর্জুন সিং, সৌমিত্র খান, নিশীথ প্রামাণিক থেকে শুরু করে বিপ্লব মিত্র, দুলাল বর, পবন সিং, শুভ্রাংশু রায়, সুনীল সিং, তুষারকান্তি ভট্টাচার্য প্রমুখ। তবু নেই শোভন চট্টোপাধ্যায়, সব্যসাচী দত্ত, অনুপম হাজরারা।

মুখ ছাড়াই এবার কলকাতা পুরসভা ভোটে বিজেপি

মুখ ছাড়াই এবার কলকাতা পুরসভা ভোটে বিজেপি

তবে কার নেতৃত্বে ভোট হবে, কারা থাকবেন কমিটিতে। তা নিরূপণ করে ফেললেও বিজেপি এখন ঠিক করে উঠতে পারল না কলকাতা পুরসভা ভোটে কে হবেন মুখ। মুখ ছাড়াই এবার কলকাতা পুরসভা ভোটে লড়াই করতে চলেছে বিজেপি। তাঁদের দাবি, বিজেপিতে সবাই মুখ, তৃণমূলকে কুপোকাত করাই তাঁদের একমাত্র লক্ষ্য।

English summary
Sovan Chatterjee and Sabyasachi Dutta is not in list of Mukul Roy. BJP publishes a list of campaigner for Municipal Election 2020 without them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X