শোভন তিন বছর পর রাজনৈতিক মিছিলে! বৈশাখীকে নিয়ে সন্দেহ দূর করলেন বিজেপির
একুশের আগে শেষমেশ বিজেপিতেই সক্রিয় হলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সমস্ত সন্দেহ দূর করে হুডখোলা জিপে বিজেপির মিছিলের মধ্যমণি হলেন তাঁরা। প্রায় ১৭ মাস আগে বিজেপিতে যোগ দেওয়ার পর সক্রিয় হলেন শোভন। তিন বছর পর তিনি হাঁটলেন কোনও রাজনৈতিক মিছিলে।


সাবধানী পদক্ষেপ বিজেপির, মিছিলে শোভন-বৈশাখী
গত সোমবার রাজনীতিতে সক্রিয় হতে গিয়ে বিজেপিকে অপদস্থ করে ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেদিন মিছিল ছিল আরও অনেক বর্ণাঢ্য। কেননা বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপিতে প্রথম কর্মসূচি ছিল তাঁদের। কিন্তু সেখানে শোভন-বৈশাখী বিজেপিকে অপদস্থ করে গরহাজির থেকেছেন তাঁরা। তারপর তাই সাবধানী পদক্ষেপ নিল বিজেপি।

শোভন-বৈশাখীকে তিন বছর পর রাজনৈতিক মিছিলে
শোভন-বৈশাখীকে সক্রিয় করতে বিজেপি যে ব়্যালি করল সোমবার, সেখানে কোনও শীর্ষনেতা। নেই। শোভন-বৈশাখীকে এবার জেলাস্তরের মিছিলে নামিয়েই দেখে নিল বিজেপি। এক সপ্তাহ আগের পুরনো অভিজ্ঞতার কথা মাথায় রেখে কর্মসূচি থেকে রাজ্যস্তরের নেতাদের দূরে রাখল বিজেপি। তবে এবার আর শোভন-বৈশাখী কথরা খেলাপ করেনি।

শোভন-বৈশাখীকে পরীক্ষা করে দেখে নিল বিজেপি
দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে সোমবার মিছিল করলেন শোভন-বৈশাখী। জেলার নেতা-নেত্রীরাই থাকবেন মিছিলে। কার্যত শোভন-বৈশাখীকে পরীক্ষা করে দেখে নিল বিজেপি। গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত মিছিল করলেন জেলার নেতাদের নিয়ে। না আঁচালে বিশ্বাস নেই- অবস্থা ছিল শোভন-বৈশাখীর! তা থেকে আপাতত মুক্ত হল বিজেপি।

দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় ‘মুখ’ পেল বিজেপি
বিজেপিতে যোগ দেওয়ার প্রায় ১৭ মাস পর শোভন ও বৈশাখী কর্মসূচিতে অংশ নিলেন। সম্প্রতি শোভনকে কলকাতা জোনের পর্যবেক্ষক আর বৈশাখীকে সহ আহ্বায়ক করা হয়েছে। তারপর বিজেপির মিছিলে অংশ নিয়ে ফের সক্রিয় হলেন শোভন চট্টোপাধ্যায়। একুশের আগে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় অবশেষে একটা মুখ পেল বিজেপি।
শোভন-বৈশাখী বিজেপিতে নামতেই বিস্ফোরক কুণাল ঘোষ, পাল্টা দিলেন শোভনও