পুজো চলে এল, বেহাল রাস্তা সারাইয়ের দাবি দিনাজপুরের মানুষের
দক্ষিণ দিনাজপুরের বংশিহারি ৯ নং ব্লক ও গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতে বাজেহরিপুর মৌজার অন্তর্গত দেওরিয়া থেকে শুরু করে শান্তিপুর পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার কাঁচা রাস্তা থাকার ফলে সমস্যায় জর্জরিত এলাকার সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এই কাঁচা রাস্তাটি।

বর্ষায় সময় এই রাস্তার অবস্থা যেন আরও নরককুণ্ড হয়ে উঠছে। অবস্থা এতটাই খারাপ যে বন্ধ হতে বসেছে গ্রামের যোগাযোগ ব্যবস্থা। গ্রামের মানুষজন অসুস্থ হলে অ্যাম্বুলেন্সকেও ঝুঁকি নিয়ে যেতে হয় এই রাস্তা দিয়ে।
কোনও প্রসূতি অবস্থায় মহিলাদেরকেও মাতৃ যানে করে হাসপাতালে যেতে হলে পৌঁছতে হচ্ছে অন্য ঘুর পথ দিয়ে। এছাড়া প্রতিদিনই কাদা জল পেরিয়ে এই রাস্তা দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা।
সাইকেল, মোটরবাইক, ভ্যান, ছোট গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যার ফলে প্রায়ই সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে প্রশাসনিক কর্তাদের নতুন রাস্তা নির্মাণের দাবি জানালেও বাস্তবায়িত হয়নি।
এই বিষয়ে গ্রামের বাসিন্দা অতুল তরফদার বলেন দীর্ঘদিন যাবত আমাদের রাস্তার খারাপ অবস্থা পরে আছে। নেতা মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তাদের জানানো হলেও কেউ রাস্তার ব্যাপারটা গুরুত্ব দিয়ে দেখেনি। এমনকি গ্রামের কেউ অসুস্থ হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পর্যন্ত গ্রামে আসতে চায় না। রাস্তা ঠিক না হলে আগামী দিনে বিধানসভার ভোট বয়কট করবে বলে জানিয়েছেন গ্রামের মানুষেরা।
[এনআরসির আগেই নাগরিকত্ব বিল আনা হবে, মমতাকে অতীত স্মরণ করালেন অমিত]