For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেস নেত্রীর চালে মাত, দলে ফিরলেন বিজেপি নেত্রী

দক্ষিণ দিনাজপুর বিজেপিতে ফের ভাঙন। এদিন তৃণমূলে ফিরে গিয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ দিনাজপুর বিজেপিতে ফের ভাঙন। এদিন তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছেন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়। এর আগে জেলা সভাপতি অর্পিতা ঘোষের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন জেলা পরিষদের অপর এক সদস্য শিপ্রা নিয়োগী। তারপর নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরোধিতার জেরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিয়া।

জুনে দলবদল, বিজেপির দখলে যায় জেলা পরিষদ

জুনে দলবদল, বিজেপির দখলে যায় জেলা পরিষদ

তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের সঙ্গে ২৪ জুন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদের ১০ সদস্য। তালিকায় ছিলেন জেলা পরিষদের সভাধিপতিও। এই দলবদলে কিছুদিনের জন্য জেলা পরিষদে সংখ্যালঘু হয়ে পড়েছিল তৃণমূল।

 ফিরে যান একের পর এক সদস্য

ফিরে যান একের পর এক সদস্য

তবে কিছুদিনের মধ্যেই তিনজন জেলা পরিষদ সদস্য তৃণমূলে ফিরে গিয়েছিলেন। তার কিছুদিনের মধ্যে আরও এক সদস্য তৃণমূলে ফেরত যান। সেই সময় সংখ্যাগরিষ্ঠতা ফিরে পায় তৃণমূল। শেষ যোগ দেন শিপ্রা নিয়োগী। সব শেষে ফেরেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিয়া।

তৃণমূলে ফিরলেন লিপিকা রায়

তৃণমূলে ফিরলেন লিপিকা রায়

এদিন তৃণমূলে ফেরত গেলেন দক্ষিণ দিনাজপুরের সভাধিপতি লিপিকা রায়। জেলা সভাপতি অর্পিতা ঘোষের হাত ধরে তিনি তৃণমূলে ফিরে যান।

 এনআরসি, সিএএ-র প্রতিবাদ দলবদল

এনআরসি, সিএএ-র প্রতিবাদ দলবদল

এদিন লিপিকা রায় জানান, এনআরসি এবং সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই তিনি বিজেপি ছাড়লেন। এর আগে একই কারণে দল ছাড়ার কথা জানিয়েছিলন পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিয়া।

বিজেপির প্রতিক্রিয়া

বিজেপির প্রতিক্রিয়া

তৃণমূলে দলবদল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা নেতা বিনয়কুমার বর্মন জানিয়েছেন, এই দলবদলে জেলা বিজেপির কোনও ক্ষতি হবে না।

English summary
South Dinajpur Jila Parishad Sabhadhipati Lipika Roy come back to TMC from BJP. She joined BJP with Biplab Mitra in Delhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X